Advertisement

Nondinii Chatterjee: 'বিকিনি ছবির জন্য অনেক কাজ হারিয়েছি', আফসোস নন্দিনীর

Nondinii Chatterjee: টেলিভিশনে তিনি দুঁদে খলনায়িকা বলেই পরিচিত। তাঁর কূটনীতি-ষড়যন্ত্রে নাজেহাল পর্দার নায়িকাদের। খলনায়িকার অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখার পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর।

নন্দিনী চট্টোপাধ্যায়নন্দিনী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2025,
  • अपडेटेड 4:56 PM IST
  • টেলিভিশনে তিনি দুঁদে খলনায়িকা বলেই পরিচিত।

টেলিভিশনে তিনি দুঁদে খলনায়িকা বলেই পরিচিত। তাঁর কূটনীতি-ষড়যন্ত্রে নাজেহাল পর্দার নায়িকাদের। খলনায়িকার অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখার পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর। ধারাবাহিক নয়নতারা-তে অভিনয় করছেন তিনি। এখন মুম্বইতেই আস্তানা নন্দিনীর। আর এই সবকিছুর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নন্দিনী জানালেন যে তিনি কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন।

নন্দিনী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা এই ভিডিওতে নিজেকে স্ট্রাগলিং অভিনেত্রী বলে অ্যাখা দিয়েছেন। যিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন। অভিনেত্রী দর্শকদের মনে একটি জায়গা, একটু সম্মান ও একটু পরিচিতি পেতে চান। তিনি তাঁর জন্য বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানান। নন্দিনী জানিয়েছেন আজকে কোনও গডফাদার না থাকা সত্ত্বেও আজকে তিনি অভিনয় জগতে আসতে পেরেছেন। নন্দিনী জানান যে তিনি একজন ভাল অভিনেত্রী হিসাবে নিজেকে পরিচিতি দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতার সঙ্গে কলকাতা থেকে মুম্বই এসেছেন। 

নন্দিনী জানিয়েছেন যে তিনি বেশ কয়েকমাস ধরে মুম্বইতে রয়েছেন এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি নয়নতারা সিরিয়ালে অভিনয় করছেন। এরপর খুবই হতাশার কন্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলতে দেখা যায়। যারা তাঁর বিকিনি পরা ছবিগুলো নিয়ে খবর করে তাঁকেই বিপদে ফেলেছেন। নন্দিনী বলেন, অনুরোধ করছি দয়া করুন আমার ওপর। যাদের প্ল্যাটফর্মে আমার বিকিনি পরা ছবি আছে, ভুল করে, তারা ডিলিট করে দিন। আমি অনেক কাজ হারিয়েছি সেই ছবিগুলোর জন্য। একটু মানবিকতা রাখুন মনের মধ্যে প্লিজ।

প্রসঙ্গত, দুবছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের এই বিকিনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি-ভিডিও পোস্ট করেন। যা নিয়ে চর্চা হয় প্রচুর। আর নন্দিনীর মতে, এই বিকিনি ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন। নয়নতারা ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশনে ডেবিউ করেন নন্দিনী। যদিও নন্দিনী এর আগে একাধিক হিন্দিতে কাজ করলেও, তা সবই কলকাতা থেকে। মুম্বইতে এসে এইভাবে সিরিয়ালে কাজ প্রথম।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement