টেলিপাড়ায় এখন বিয়ের মরশুম। এই বছরে অনেক টেলি জুটির চারহাত এক হয়েছে। এবার পালা টেলি অভিনেত্রী পৌলমী দাসের। ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। মা-বাবার পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে করছেন অভিনেত্রী। তবে বিয়ের আগে আইবুড়ো ভাত হবে না তা কী করে হয়। এই মুহূর্তে পৌলমী দাসকে দেখা যাচ্ছে সদ্য শুরু হওয়া মিত্তির বাড়ি সিরিয়ালে। আর শ্যুটিং সেটেই তাঁকে আইবুড়ো ভাত দিলেন মিত্তির বাড়ির সদস্যেরা।
পৌলমীর আইবুড়ো ভাতে দেখা গেল আদৃত, পারিজাত, সোহেল ও অনন্যাদের। সোহেল-অনন্যাদের মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে পৌলমীকে। তাই মাকে জড়িয়ে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁরা। ১৭ নভেম্বর হয়ে গিয়েছে আইনি বিয়ে। আর সামাজিক বিয়ে ৬ ডিসেম্বর। আইবুড়ো ভাতের সেই মিষ্টি মুহূর্ত শেয়ার করে পৌলমী লিখলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, কোনও প্রস্তুতি ছাড়াই এত সুন্দর করে আইবুড়োভাত দেওয়ার জন্য। আমি খুব খুশি।’ মিত্তির বাড়ি ধারাবাহিকে মেজ বউয়ের চরিত্রে দেখা যাচ্ছে পৌলমীকে।
তাড়াহুড়োর মধ্যে সব আয়োজন হলেও পৌলমীর পাতে পরেছিল লোভনীয় সব খাবার। ভাত, পোলাও, পাতুরি, মাটন, চিংড়ি, দই, মিষ্টি সহযোগে এলাহি ব্যবস্থা। সকলেই পৌলমীর আইবুড়ো ভাত খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছেন। এর আগেও একাধিক টেলি নায়িকাদের শ্যুটিং সেটে আইবুড়ো ভাত দিতে দেখা গিয়েছে। যার মধ্যে আদৃতের স্ত্রী কৌশাম্বীও ছিলেন। ইতিমধ্যেই আইনি বিয়ে সেরে ফেলেছেন পৌলমী। তারপরই সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর হবু বরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন।
পৌলমী সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর হবু স্বামী ঋদ্ধিমান মজুমদার ইন্ডাস্ট্রির মানুষ নন। তাঁর নিজস্ব স্টার্ট আপ বিজনেস আছে সোলার এনার্জির। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর সঙ্গে ঋদ্ধিমানের আলাপ ম্যাট্রিমনি সাইট থেকে। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাই শুভকাজ সেরে নেওয়াই ভাল বলে মনে করেছেন পৌলমী। বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছে সম্পর্ক। আর এখন তো ছবি বলছে, একেবারে একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
টলিপাড়ায় বেশ চেনা মুখ পৌলমী। কাজ করে ফেলেছেন বেশ কিছু ওয়েব সিরিজেও। সিরিয়ালেও কাজ করেছেন চুটিয়ে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই অভিনেত্রীর বোল্ড অবতারের ছবি দেখতে পাওয়া যায়। এখন সকলে অপেক্ষা করে রয়েছেন তাঁকে বাঙালি বউ হিসাবে দেখার।