'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষকে চেনেন না এমন দর্শক সংখ্যা খুবই কম। টিআরপি তালিকায় এই সিরিয়াল তার নিজের জায়গা এখনও ধরে রেখেছে। সিরিয়ালের ইউএসপি হল সূর্য-দীপার মিষ্টি প্রেম। যদিও এখন এই সিরিয়ালের কাহিনি অন্যদিকে মোড় দিয়েছে। হাজার পর্ব পেরিয়েছে অনুরাগের ছোঁয়া। আর এরই মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। জানা গিয়েছে, মাথায় চোট পেয়েছেন টেলি নায়িকা।
কী করে হল এই ঘটনা? এক সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন যে বৃহস্পতিবার মেদিনীপুরে মাচা করতে গিয়েছিলেন তিনি। সেখানে মঞ্চে ওঠার সময় মাথায় গুরুতর চোট পান। সেই সময় কিছু বুঝতে না পারলেও শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। মাথায় বেশ ব্যথা অনুভব করেন তিনি। তবে শ্যুটিং তো আর থামানো যাবে না। তাই মাথায় ব্যথা নিয়েই ওইদিন শ্যুটিংয়ে যোগ দেন স্বস্তিকা। কিন্তু শ্যুটিং করতে করতেই তিনি বুঝতে পারেন যে তাঁর মাথার ব্যথা কাঁধেও ছড়িয়ে পড়েছে। লম্বা সংলাপ বলতে গিয়েও কথা জড়িয়ে যায় তাঁর। বাধ্য হয়েই তড়িঘড়ি ছোটেন চিকিৎসকের কাছে।
এখন কেমন আছেন অভিনেত্রী? স্বস্তিকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে অবশ্য জানিয়েছেন তাঁর কিছু হয়নি তিনি ঠিক আছেন। শ্যুটিং সেটে ফিরেছেন পর্দার দীপা। ডাক্তারের পরামর্শ মেনেই কাজ শুরু করেন। স্বস্তিকা এখন পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে। চোট সেরকম গুরুতর নয়। তবে এই চোট নিয়েই যে স্বস্তিকা কাজ শুরু করেছেন, তা অবশ্যই বড় ব্যপার।
উল্লেখ্য, স্বস্তিকা অভিনীত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করে চলেছে। গল্প এখন সূর্য-দীপাকে ছাড়িয়ে বহুদূরে বিস্তৃত হয়েছে। তাদের দুই কন্যা সোনা-রূপাকে কেন্দ্র করে সূর্য-দীপার জীবনে যে টানাপোড়েন চলছে তাতে দর্শক ভালোই মজেছে। দীপার চরিত্রায়ন যে স্বস্তিকার কেরিয়ারকে সাফল্যের দিকে অনেকটাই এগিয়ে দিয়েছে তা বলাই যায়।