Advertisement

Television Gossip: সংসারী হয়েছেন শার্লি, এবার আইনি বিয়ে সারলেন অভিনেত্রীর প্রাক্তন

Television Gossip: এ বছরেই আইনি বিয়ে সেরেছেন টেলিভিশনের চেনা মুখ শার্লি মোদক। প্রাক্তনকে ভুলে অভিনেতা অভিষেক বসুর সঙ্গে বিয়ে সেরেছেন শার্লি। একসময় ছোটপর্দার চেনা মুখ মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়।

বিয়ে করলেন শার্লির মোদকবিয়ে করলেন শার্লির মোদক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 12:04 PM IST
  • এ বছরেই আইনি বিয়ে সেরেছেন টেলিভিশনের চেনা মুখ শার্লি মোদক।

এ বছরেই আইনি বিয়ে সেরেছেন টেলিভিশনের চেনা মুখ শার্লি মোদক। প্রাক্তনকে ভুলে অভিনেতা অভিষেক বসুর সঙ্গে বিয়ে সেরেছেন শার্লি। একসময় ছোটপর্দার চেনা মুখ মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। প্রাক্তনের বিয়ের কয়েক মাসের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মৃত্যুঞ্জয়। 

এই মুহূর্তে মৃত্যুঞ্জয়কে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার হিরো সিরিয়ালে চিকিৎসক হিন্দোল মিত্রের চরিত্রে। যদিও পর্দায় এই চরিত্র পুরোটাই নেগেটিভ। তবে অভিনয়ের পাশাপাশি এবার বাস্তব জীবনেও সেটেল হলেন মৃত্যুঞ্জয়। একেবারে তড়িঘড়ি আইনি বিয়ে সেরে নিলেন বর্তমান প্রেমিকার সঙ্গে। মৃত্যঞ্জয়ের প্রেমিকার নাম চৈতালি দত্ত। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। 

মৃত্যুঞ্জয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর হবু স্ত্রীর দিদিমা খুব অসুস্থ। ওই জন্যই তাড়াতাড়ি আইনি বিয়ে সেরে ফেললেন তিনি। এই বছরের ডিসেম্বরে সামাজিক বিয়ে সারবেন মৃত্যুঞ্জয় ও চৈতালি। প্রসঙ্গত, অভিনয়ের বাইরেও অন্য একটি পরিচয় আছে অভিনেতার। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। মৃত্যুঞ্জয় ও চৈতালির আলাপ রাস্তাতেই। আর সেখান থেকেই প্রেমের শুরু। খুব অল্পদিনের মধ্যেই আইনি বিয়ে সেরে নিলেন মৃত্যুঞ্জয়। চলতি বছরেই আইনি বিয়ে সেরেছেন অভিনেতার প্রাক্তন। 

মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে অনেক দিনের প্রেম ছিল শার্লির। জলপাইগুড়ি থেকে তাঁদের প্রেম। এমনকী শার্লি তাঁর প্রেমিকের নামের ট্যাটুও মুছে দিয়েছিলেন। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ছোটপর্দার অতি পরিচিত মুখ শার্লি। প্রেম নিয়েও বরাবরই খোলামেলা নায়িকা। ২০২৩ শুরু হতে না হতেই ব্রেক-আপের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর ৫ বছর পুরোনো প্রেম এখন ইতি। কিন্তু সেই বছরই পুজোর আগেই কাছাকাছি আসেন এই প্রাক্তন জুটি। কিন্তু ২০২৪ সালেই সেই প্রেম ভাঙে। অভিনেতার ডাকনাম নীল, সেটাই খোদাই করা ছিল শার্লির হাতে। কিন্তু ব্রেকআপের পর সেই ট্যাটু ঢেকে ফেলেন অভিনেত্রী। এবার প্রাক্তনকে ভুলে বর্তমান প্রেমিকার সঙ্গে শীঘ্রই ঘর বাঁধবেন মৃত্যুঞ্জয়।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement