টেলিপাড়ার দুই নায়ক-নায়িকা রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায় চুটিয়ে প্রেম করার কথা ঘোষণা করেছিলেন নিজেরাই। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁদের আদুরে ছবির দেখা মিলত। তবে সম্প্রতি টেলিপাড়ার গুঞ্জন, আর একসঙ্গে নেই নাকি তন্বী ও রাজদীপ। দুজনের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে বিরহে ভরা পোস্টের দেখা মিলেছে কদিন ধরেই। আর এরই মাঝে বেনারসে শান্তির খোঁজে পাড়ি দিয়েছেন তন্বী। সোশ্যাল মিডিয়ায় তারই ঝলক মিলেছে।
তন্বী ও রাজদীপের পরিচয় শুরু বাক্স বদল সিরিজের মাধ্যমে। যদিও সেই সময় প্রেমটা হয়নি। আসলে তন্বী ও রাজদীপ দুজনেই তাঁদের মাকে হারিয়েছেন। আর এই মাতৃবিয়োগের যন্ত্রণাই দুজনকে কাছাকাছি এনেছিল। গত বছরও রাজদীপ ও তন্বীর পরিবার একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। আর তার আগেই টলিপাড়া জুড়ে তন্বী ও রাজদীপের সম্পর্ক ভাঙার খবরে তোলপাড়। আর এই গুঞ্জনকে কিছুটা উস্কে দিয়ে তন্বী বারাণসী চলে গেলেন। তন্বীর পোস্ট করা বারাণসীর ঝলক দেখে বোঝা যাচ্ছে হয়ত তিনি একা অথবা পরিবারের সঙ্গে ঘুরতে এসেছেন।
বাটি চোখা খাওয়ার ছোট ভিডিও যেমন পোস্ট করেন তন্বী তেমনি তিনি পোস্ট করেন পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাট। সেই ঘাটের দিকে হাত বাড়িয়ে রয়েছেন তন্বী। হাতে রুদ্রাক্ষের মালা জড়ানো। অন্য এক ছবিতে তন্বী গঙ্গার ঘাটের ছবি দিয়ে লিখেছেন, আর সব শেষে, সবারই শেষ পরিণতি ছাই। প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত তন্বীর সোশ্যাল মিডিয়ায় রাজদীপ ও তাঁর ছবি দেখা যেত। কিন্তু এরপর আর তাঁদের আর কোনও ছবি দেখতে পাওয়া যায়নি।
কিছুদিন আগেই তন্বী একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি নিজেকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই ভিডিওতে অভিনেত্রীর চোখে অভিমান দেখা গিয়েছে। আর এই ভিডিও দেখার পর টেলিপাড়ায় জল্পনা তাহলে কি রাজদীপের সঙ্গে সম্পর্ক ভাঙল তন্বীর? যদিও দুজনের কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি। লিপাড়ায় এর আগেও প্রেম হয়েছে রাজদীপের। তন্বী আগে যে সম্পর্কে ছিলেন, সেটা নিয়েও রাখঢাক করেননি সোশ্যাল মিডিয়াতে। তবে এবার রাজদীপ-তন্বীর সম্পর্ক যখন গড়ে ওঠে, সেটা অনুরাগীদের বিশেষ পছন্দের ছিল।
সম্প্রতি রাজদীপ-তন্বী একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। এই মুহূর্তে তন্বীকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে’ আমার ধারাবাহিকে। সেই শ্যুটিং নিয়েই ব্যস্ত। তারই ফাঁকে বারাণসী এসেছেন অভিনেত্রী। রাজদীপ এখন ছোটপর্দা থেকে দূরেই আছেন। তবে ফটোশ্যুটের ছবি প্রায়ই তাঁকে পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া পেজে।