Advertisement

Sweta-Rubel Wedding: আগামী বছর বিয়ে, তার আগে আশীর্বাদ সারলেন শ্বেতা-রুবেল

Sweta-Rubel Wedding: টেলিপাড়ার পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকি সিরিয়াল করার সময় থেকেই একে-অপরের প্রেমে পড়েন এই দুই টেলি তারকা। এরপর বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে আগামী বছর জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

আশীর্বাদ সারলেন শ্বেতা-রুবেল ছবি সৌজন্যে: Birdlens Creation
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 1:03 PM IST
  • টেলিপাড়ার পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য।

টেলিপাড়ার পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকি সিরিয়াল করার সময় থেকেই একে-অপরের প্রেমে পড়েন এই দুই টেলি তারকা। এরপর বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে আগামী বছর জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। আর তার আগে সেরে নিলেন আশীর্বাদ পর্ব। রবিবার দুই পরিবারের বড়দের উপস্থিতিতে রুবেল ও শ্বেতার আশীর্বাদ হল একেবারে নিয়ম-নীতি মেনে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন দুজনে। 

এদিন শ্বেতা ও রুবেল দুজনেই নীল রঙের পোশাক বেছে নিয়েছিলেন তাঁদের এই শুভদিনের জন্য। কোন গোপনে মন ভেসেছে নায়িকা পরেছিলেন নীল রঙের সিল্ক, তাকে সোনালি বুটি, সঙ্গে মানানসই সোনার গয়না। আর রুবেল পরেছিলেন নীল রঙের পাঞ্জাবী ও চোস্ত পাজামা। এদিন দুজনের মুখেই ছিল হাসি। এতদিনের ভালোবাসা অবশেষে পূর্ণতা পাচ্ছে। যদিও কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে শ্বেতার এক আত্মীয় মারা যাওয়ার কারণে নাকি বিয়ে পিছিয়ে যাচ্ছে। কিন্তু সেই গুজবকে নস্যাৎ করে দিয়ে শ্বেতা ও রুবেল শুভ পরিণয়ের প্রথম পর্ব আশীর্বাদ সারা হয়ে গেল। 

শ্বেতা ও রুবেল আশীর্বাদের ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হল নতুন জীবনের প্রথম পদক্ষেপ। প্রসঙ্গত, নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপাও করেননি রুবেল-শ্বেতা। ২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। শুরুর দিকে তাঁরা অবশ্য নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চাইতেন না। পরে রুবেল-শ্বেতা দুজনেই খুল্লাম খুল্লা প্রেম করেছেন। প্রেমের কথা সকলের সামনে মেনেও নিয়েছেন।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়ে সারবেন শ্বেতা-রুবেল। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। তবে এখনও সেই শুভ দিনক্ষণ সামনে আনতে চানা তাঁরা। রুবেলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে আর শ্বেতা অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। দুজনেই টেলিপাড়ার খুবই জনপ্রিয় মুখ।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement