টেলি দুনিয়ায় যে সব অনস্ক্রিন জুটি ইতিহাস তৈরি করেছে সেই তালিকায় খুব তাড়াতাড়ি যোগ দিয়ে ফেলেছে কথা ও অগ্নির জুটি। কেরিয়ারের প্রথম সিরিয়ালেই সাহেব ও সুস্মিতা দে-এর জুটি সুপারহিট। আর এই জুটি কথা সিরিয়ালের প্রধান ইউএসপি। টিআরপি তালিকাতেও কথা ভাল জায়গাতেই রয়েছে। অনস্ক্রিন এই জুটির সম্পর্ক নাকি অফস্ক্রিনেও দেখা যাচ্ছে। সাহেবের বাড়িতেই ঘন ঘন যাতায়াত রয়েছে সুস্মিতার। যদিও শোনা যাচ্ছে যে সাহেব সম্পর্কে জড়িয়েছেন মডেল স্বাগতার সঙ্গে। আর এরই মাঝে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাহেব।
ইতিমধ্যেই কথা সিরিয়াল পেরিয়েছে ৪০০ পর্বের মাইলস্টোন। আর প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতেও ছক্কা হাঁকছে এই সিরিয়াল। সঙ্গে আরও একটা ব্যাপার যা তরতরিয়ে বাড়ছে, তা হল সাহেব ও সুস্মিতার প্রেমচর্চা। যদিও সাহেব ও সুস্মিতা দুজনেই এই বিষয়টি অস্বীকার করেছেন। আর মঙ্গলবার সুস্মিতার জন্মদিনে সাহেবের থেকে এল বিশেষ শুভেচ্ছা। সাহেব তাঁর সঙ্গে সুস্মিতার একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, শুভ জন্মদিন সুস্মিতা। নতুন উচ্চতা, নতুন সফর, আরও একটা সুন্দর জীবন। সব সময় খুব খুশি থাকো গোবরদেবী। আর সাহেবের এই পোস্টে সুস্মিতা জবাব দিলেন, ‘ধন্যবাদ পাচকমশাই’।
সুস্মিতা কথা সিরিয়ালে গোবরদেবী নামেই পরিচিত। আর অগ্নি পাচকমশাই। তাই সাহেব সুস্মিতাকে তাঁর জন্মদিনে গোবরদেবী বলেই সম্বোধন করলেন। কিন্তু নতুন সফর কেন বললেন সাহেব? আসলে এই নতুন সফর বলতে সাহেব বুঝিয়েছেন অভিনেত্রীর নতুন কাজ। সম্প্রতিই সামনে এসেছে যে পরিচালক অভিজিৎ চৌধুরীর সিনেমাতে নবদম্পতির চরিত্রে ছবিতে দেখা যেতে চলেছে অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই সিনেমায় আরও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর। অর্থাৎ সুস্মিতা এবার বড়পর্দাতেও ডেবিউ করতে চলেছেন।
মঙ্গলবার ছিল সুস্মিতার জন্মদিন। যদিও জন্মদিনে কাজ থেকে ছুটি নেননি তিনি। প্রতি বছরের মতো এ বারেও মায়ের হাতের স্পেশাল পায়েস ছিল মেনুতে। আর যেহেতু দিনটা মঙ্গলবার, তাই পাতে পড়েছিল নানাবিধ নিরামিষ খাবার। বাড়িতে সময় কাটিয়ে, একটু দেরি করেই আসেন সেটে। গত বছরই সুস্মিতা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণের সঙ্গে ব্রেকআপের কথা সামনে আসে। অভিনয় জগতে আসার আগে থেকেই অনির্বাণের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতার। কিন্তু কথা সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।