টেলিভিশন জগতের চেনা মুখ সুদীপ মুখোপাধ্যায়। তাঁর অভিনয় ও গলার আওয়াজ বরাবরই দর্শকদের মুগ্ধ করে। স্ত্রী পৃথার সঙ্গে মাঝে মাঝেই দাম্পত্যের ঝলক দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া পেজে। দুই ছেলে ও স্ত্রী পৃথাকে নিয়ে ভরপুর সংসার সুদীপের। বাস্তব জগতে সুদীপ কিন্তু খুবই রোম্যান্টিক। আর স্ত্রী পৃথাকে রীতিমতো চোখে হারান। বউয়ের মন জয় করতে সুদীপ করলেন এমন এক কাজ, যা দেখে নেটপাড়ায় উঠেছে হাসির রোল।
সম্প্রতি সুদীপ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন। যেখানে স্ত্রী ও তাঁর দুটি পৃথক ছবি রয়েছে। যদিও নজর কেড়েছে সুদীপের ছবিতেই। যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে বউ পৃথার জামা গায়ে পরতে। এখানেই শেষ নয়, গালে হাত দিয়ে ছবির জন্য পোজও দিয়েছেন। আর সঙ্গে এই একই জামা পরে থাকা পৃথার একটা ছবি দিয়ে কোলাজ বানিয়েছেন। ক্যাপশনে লিখেছন, ‘হ্যালো সিস্টার’। বরের এমন কাণ্ড দেখে হেসে কুটোপুটি খান পৃথা। অনেকগুলো হাসির ইমোটিকন দিয়েছেন তিনি কমেন্ট।
সুদীপের এই ছবি দেখে দারুণ খুশি নেটপাড়া। সকলেই জানিয়েছেন যে অভিনেতাকে তাঁর স্ত্রীর পোশাকে ভালই লাগছে। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে। তবে বয়সে অনেকটা ছোট পৃথাকে খুবই ভালোবাসেন সুদীপ। একেবারে পত্নীনিষ্ঠ ভদ্রলোক। কাজের বাইরে, একে-অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। দুই ছেলেকেও সময় দেন অভিনেতা। ঠোঁটে ঠোঁট রেখে চুমু হোক বা কোলে বসিয়ে রোম্যান্টক পোজে তোলা ছবি, এই দম্পতির নানারকম ছবিই রয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তা বেশ পছন্দও করে তাঁদের ভক্তরা।
সুদীপ-পৃথার দাম্পত্যের বয়স ৯। তাঁদের দুই ছেলে, ঋদ্ধি আর বালি। বয়সে অনেকটাই ছোট পৃথা। ২৫ বছরের পার্থক্য কোনো কম কথা নয়। তবে তাঁরা প্রমাণ করেছেন, বয়স শুধুই একটা সংখ্যা। এক নাচের অনুষ্ঠানে পৃথাকে দেখে তার কাজল কালো চোখের প্রেমে পড়ে যান। তারপর ফেসবুক চ্যাটে কথা হয়। যদিও প্রেম নিবেদন করেছিলেন পৃথাই। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন এই জুটি। এই মুহূর্তে সুদীপকে ঊষসীর সঙ্গে দেখা যাচ্ছে রোশনাই সিরিয়ালে। এর আগে শ্রীময়ী-তে অনিন্দ্য ও জুন আন্টির জুটি দর্শকদের ছিল প্রিয়।