Advertisement

Anindita-Sudip: স্তন্যপান করাচ্ছেন অনিন্দিতা, মা-মেয়ের আদুরে ছবি, 'Thank You' লিখলেন সুদীপ

Anindita-Sudip: চলতি বছরের গোড়ার দিকেই টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার ঘোষণা করেছিলেন যে তাঁরা এবার দুই থেকে তিন হতে চলেছেন। আর মার্চেই সুদীপ ও অনিন্দিতার ঘরে এসেছে তাঁদের রানী, ফুটফুটে মেয়ে। এখন তাকে নিয়েই সুদীপ ও অনিন্দিতার সুখের সংসার।

মা-মেয়ের সুন্দর মুহূর্তমা-মেয়ের সুন্দর মুহূর্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2025,
  • अपडेटेड 6:08 PM IST
  • চলতি বছরের গোড়ার দিকেই টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার ঘোষণা করেছিলেন যে তাঁরা এবার দুই থেকে তিন হতে চলেছেন।

চলতি বছরের গোড়ার দিকেই টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার ঘোষণা করেছিলেন যে তাঁরা এবার দুই থেকে তিন হতে চলেছেন। আর মার্চেই সুদীপ ও অনিন্দিতার ঘরে এসেছে তাঁদের রানী, ফুটফুটে মেয়ে। এখন তাকে নিয়েই সুদীপ ও অনিন্দিতার সুখের সংসার। মেয়ের মুখ এখনও দেখাননি তারকা দম্পতি। তবে নববর্ষের দিন মেয়ের নাম ঘোষণা করেছেন। সুদীপ ও অনিন্দিতা তাঁদের মেয়ের নাম রাখেন তিষ্যা। ছোট্ট একরত্তিকে নিয়ে এখন সব ব্যস্ততা। আর এরই মাঝে সুদীপ পোস্ট করলেন মা ও মেয়ের সুন্দর এক মুহূর্ত। 

রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে টলিউড থেকে টেলিভিশন, সব তারকারাই তাঁদের মায়েদের নিয়ে ছবি পোস্ট করেন। তবে এদিন অভিনেতা সুদীপ সরকার যে ছবি পোস্ট করেছেন, তা সকলের মন ছুঁয়ে গিয়েছে। অভিনেতা দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা বিছানায় বসে তাঁর সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন। আর দ্বিতীয় ছবিতে সুদীপের মা তাঁর নাতনিতে বোতলে করে দুধ খাওয়াচ্ছেন। এই ছবি পোস্ট করে সুদীপ লেখেন, আন্তর্জাতি মাতৃদিবসের শুভেচ্ছা। তোমরা প্রত্যেক সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলো--ধন্যবাদ মায়েরা। 

টেলিভিশনে নেগেটিভ চরিত্রেই দেখা যায় তারকা স্বামী-স্ত্রীকে। তেঁতুলপাতা সিরিয়ালে কাজ করছেন অনিন্দিতা ও কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে খল চরিত্রে দেখা যাচ্ছে সুদীপকে। সুদীপের এটা প্রথম বিয়ে হলেও অনিন্দিতার দ্বিতীয়। খুব ছিমছাম করেই আইনি বিয়ে সেরেছিলেন এই তারকা জুটি। চলতি বছরের ১ জানুয়ারি তাঁরা জানান যে মার্চে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ৩ মার্চ সুদীপ-অনিন্দিতার কোলে আসে তাঁদের মেয়ে। মেয়ের জন্মের দিনই সুদীপ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের মেয়েকে মার্শাল আর্ট শেখাবেন। 

মেয়ের একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও মেয়ের মুখ এখনও দেখাননি তাঁরা। তবে বয়স ২ মাস হলেও এখন থেকেই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে সুদীপ-অনিন্দিতার মেয়ে। সেই বিষয়ে তাঁরা আবাসও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্ট থেকেই স্পষ্ট যে খুব তাড়াতাড়ি মেয়েকে অনুরাগীদের সামনে আনতে চলেছেন অনিন্দিতা-সুদীপ। চলছে তারই প্রস্তুতি। অনুরাগীদের তাঁরা আর বেশি দিন অপেক্ষা করাবেন না।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement