রবি-সন্ধ্যায় শুভ পরিণয় সম্পন্ন হয়েছে টেলিভিশনের চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা। রুবেলের হাত ধরে নতুন জীবন শুরু করেছেন শ্বেতা। বিয়ের পর মঙ্গলবার ছিল তাঁদের রিসেপশন আর এইদিনের জন্য শ্বেতা-রুবেল বেছে নিয়েছিলেন সাদা রঙকে।
বিয়েতে লাল বেনারসিতে একদম সাবেকি বাঙালি কনের বেশে পাওয়া গিয়েছিল শ্বেতাকে। মঙ্গলবার প্রীতিভোজের আয়োজনে তাঁর সাজে কোন চমক থাকবে তা দেখতে মুখিয়ে ছিল ফ্যানেরা। অবশেষে দেখা মিলল রুবেলের বউয়ের। রিসেপশনে শাড়ি নয়, বরং সাদা রঙের লহেঙ্গায় সেজেছিলেন শ্বেতা। সঙ্গে সিলভার নেকলেস ও দুলে কোন গোপনে মন ভেসেছে নায়িকাকে কোনও রাজরানির থেকে কম কিছু লাগছিল না। শ্বেতার পাশে সাদা-রুপোল বন্ধগলা শেরওয়ানিতে পারফেক্ট লুকে রুবেল। দুজনকেই রিসেপশনের এই লুকসে অসাধারণ লাগছিল।
শ্বেতা-রুবেলের বিয়েতে হাজির ছিল কোন গোপনে মন ভেসেছে-র গোটা টিম। রিসেপশনে থাকবে নিম ফুলের মধু পরিবার। সৃজনের পাশে পর্ণা আর শ্বেতাকে একসঙ্গে দেখতে আগ্রহী ফ্যানেরা। বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী বৌভাতের দুপুরে ভাতকাপড়ের নিয়ম থাকে সব পরিবারেই। রুবেলও নিলেন শ্বেতার ভাত-কাপড়ের দায়িত্ব। একেবারে থালা সাজিয়ে পরিপাটি আয়োজন যাকে বলে। রুবেলকে দেখা গেল ভাত-কাপড়ের দায়িত্ব নিতে। বৌভাতের সকালে শ্বেতা সেজেছিলেন নীল রঙের শাড়িতে, সঙ্গে সোনার গয়না ও সিঁথিভর্তি সিঁদুর, চুল খোলা। অপরদিকে রুবেল পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি ও মেরুন রঙের ধুতি।
টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল। খোদ রুবেল আর শ্বেতা বার বার গোপন করেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানিং। বছরের শুরুতেই সেই গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই ফাঁস করেছিলেন বিয়ের তারিখ। গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল। আর ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সমস্ত রীতিনীতি মেনে এলাহি আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন রুবেল ও শ্বেতা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। রুবেল-শ্বেতার বিয়েতে ছিল খাওয়া-দাওয়া এলাহি।