Advertisement

Ahona Dutta: 'বেবি তো পেটের ভেতরে...', ৬ মাসের প্রেগন্যান্ট অহনা জমিয়ে নাচলেন, VIDEO

Ahona Dutta: মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা 'মিশকা' তথা অহনা দত্ত। চলতি বছরেই অহনা ও দীপঙ্কর ঘোষণা করেছিলেন যে তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। মাত্র ২১ বছর বয়সে মা হতে চলেছেন অহনা। মায়ের বিরুদ্ধে গিয়েই প্রেমিক দীপঙ্করকে বিয়ে। এবার খুব অল্প বয়সেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী।

প্রেগন্যান্ট অহনা নাচলেন জমিয়েপ্রেগন্যান্ট অহনা নাচলেন জমিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2025,
  • अपडेटेड 2:39 PM IST
  • মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা 'মিশকা' তথা অহনা দত্ত।

মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা 'মিশকা' তথা অহনা দত্ত। চলতি বছরেই অহনা ও দীপঙ্কর ঘোষণা করেছিলেন যে তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। মাত্র ২১ বছর বয়সে মা হতে চলেছেন অহনা। মায়ের বিরুদ্ধে গিয়েই প্রেমিক দীপঙ্করকে বিয়ে। এবার খুব অল্প বয়সেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই অহনা তাঁর বেবিবাম্প ফ্লন্ট করে জানিয়েছিলেন যে তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। এবার গর্ভে সন্তানকে নিয়েই জমিয়ে নাচ করলেন অভিনেত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হবু মায়ের প্রশংসায় নেটিজেনরা। 

পরনে নীল রঙের ক্রপ টপ ও কালো রঙের জগার্স, দুধ সাদা বেবিবাম্প একেবারে স্পষ্ট। মাথায় টুপি পরেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা গিয়েছে, মোবাইলের ক্যামেরা অন করেই নাচতে শুরু করে দেন সোশ্যাল মিডিয়ার এক ট্রেন্ডিং গানে। তবে খুব সাবধানতা অবলম্বন করেই নেচেছেন অহনা। আসলে তিনি তো জানেন তাঁর গর্ভে বাড়ছে তাঁর সন্তান। হবু মা কিন্তু খুব সাবলীলভাবেই নাচেন আর তাঁর সেই নাচের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন তিনি ভাল আছেন। এই ভিডিও পোস্ট করে অহনা ক্যাপশনে লেখেন, এখন ৬ মাস। 

অভিনেত্রীর এই ভিডিও পোস্ট হতেই টেলিভিশনের বহু চেনা তারকারাই কমেন্ট করেছেন। শুধু তাই নয়, নেটিজেনরাও তাঁর নাচের প্রশংসা করেছেন এই অবস্থায়। কেউ লিখেছেন, এই প্রেগন্যান্ট অবস্থায় এত সুন্দর নাচ। আবার কেউ লেখেন, বেবি তো পেটের ভেতরে ডান্স করছে। প্রসঙ্গত, সম্প্রতি এক প্রেগন্যান্ট মহিলাকে দেখা গিয়েছিল বেবিবাম্প নিয়ে জমিয়ে নাচ করতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়। এখন চিকিৎসকেরাও বলেন যে প্রেগন্যান্ট অবস্থায় শরীরচর্চা বা নাচের মতো বিষয়গুলি করতে কোনও বাধা নেই। বলিউডের বহু তারকাদেরই দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা অবস্থায় জিম, যোগা, ব়্যাম্পে হাঁটা সবই করছেন। সেই ট্রেন্ড এখন টলিউডের অভিনেত্রীরাও অনুসরণ করছেন। 

ছোট পর্দায় তিনি ‘মিশকা’ নামেই পরিচিত। অনুরাগের ছোঁয়া সিরিয়াল অহনাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। ২১ বছরে মা হওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ নয়। তার ওপর গত বছরই শাশুড়ির মৃত্যু হয়েছে আর মায়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ অহনার। অগত্যা অভিনেত্রীর এই অবস্থায় তাঁর যত্ন নিচ্ছেন স্বামী দীপঙ্কর। এখনও সাধ খেয়ে ওঠা হয়নি। আসলে তাঁকে সাধ দেওয়ার কেউ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে অগাস্টেই অহনা-দীপঙ্করের সন্তান ভূমিষ্ঠ হবে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement