Advertisement

Ahona Dutta: 'দিদাকে শেষবারের মতোও দেখতে দিল না,' অহনার বিস্ফোরক অভিযোগ মায়ের বিরুদ্ধেই

Ahona Dutta: প্রায় অনেকদিনই হল মুখ দেখাদেখি বন্ধ অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের। তাঁদের মধ্যেকার অশান্তির খবর অজানা নয় টেলিপাড়ায়। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কের জেরেই মেয়ে অহনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন মা চাঁদনি। সোমবার সকালেই মায়ের মৃত্যুর খবর শেয়ার করেন চাঁদনি।

দিদা ও মায়ের সঙ্গে অহনাদিদা ও মায়ের সঙ্গে অহনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2025,
  • अपडेटेड 10:32 AM IST
  • প্রায় অনেকদিনই হল মুখ দেখাদেখি বন্ধ অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের।

প্রায় অনেকদিনই হল মুখ দেখাদেখি বন্ধ অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের। তাঁদের মধ্যেকার অশান্তির খবর অজানা নয় টেলিপাড়ায়। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কের জেরেই মেয়ে অহনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন মা চাঁদনি। সোমবার সকালেই মায়ের মৃত্যুর খবর শেয়ার করেন চাঁদনি। আর সেই পোস্টে সরাসরি না হলেও পরোক্ষভাবে অহনাকে কটাক্ষ করেন তিনি। চুপ থাকার মেয়ে অহনাও নয়। রাতেই দিদার মৃত্যুর খবর, একরাশ কষ্ট, অভিমান নিয়ে ফেসবুকে লম্বা পোস্ট করলেন অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকা। 

অহনার সেই দীর্ঘ পোস্ট থেকেই জানা গেল যে অভিনেত্রী তাঁর দিদার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। ফেসবুকে অহনা লেখে, দিদ্দিদ, শেষ কথা হয়েছিল তিনদিন আগে। তবে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে খুব বেশি কথা হয়নি। আগের রবিবার শরীরটা হালকা খারাপ ছিল, বলল মাঝে মাঝে অক্সিজেন লাগছে। একটাই ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার। একদিন ফোনে বলল লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি? একটু পার্টি করব! তবে একজন মানুষের দিন পর দিন থ্রেট এর জন্য তুমি আমার ভালোবাসার থেকে বঞ্চিত রয়ে গেলে। অহানা আরও লেখেন, একঘণ্টা দরজার সামনে দাঁড়িয়ে হাতজোড় করে কান্নাকাটি করেও তোমাকে শেষবারের মতো দেখতে দিল না। তখনও নিজের বাবাকে হুমকি দিয়ে গেলেন যে যদি নিজের দিদাকে শেষবারের মতো দেখতে যাই তাহলে উনি সুইসাইড করবেন। 

অহনার এই অভিযোগ তাঁর মায়ের বিরুদ্ধে তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর দিদার লাল শাড়ি, পারফিউম, আলতা-সিঁদুর মা গঙ্গার কাছে দিয়ে দেবেন, যাতে তাঁর দিদা পেয়ে যায়। অহনা শেষে লেখেন,  আমি জানি তোমার আশীর্বাদ আমার সাথে সবসময় আছে। আমি জানি তুমি সব জানো। আমার আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই। তবে তুমি তো একজন ভালো মা তাই মেয়েকেই সারাজীবন আগলে রেখেছ। কিন্ত তোমার মেয়ে কালকে মেয়ে হিসেবেও হেরে গেছে। তোমার মেয়ের জেদ তোমার শেষ ইচ্ছেটা পূরণ হতে দিল না দিদ্দিদ।যেখানেই থেকো এবার থেকে নির্ভয় থেকো। আনন্দে থেকো। আর দাদান (দাদু) এর যেন আর ভয় না পেতে হয়, সেটা আমি দেখব। তবে দুঃখ কমানোর প্রতিশ্রুতি দিতে পারছি না।

Advertisement

মা চাঁদনির অমতে ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালেই তাঁর সঙ্গে দীপঙ্করের আলাপ। তবে ডিভোর্সি, বয়সে বড় মেয়ের সঙ্গে দীপঙ্করের সম্পর্কটা মানতে পারেননি চাঁদনী। অভিযোগ, সেই সময় দীপঙ্করের কাজ যাতে চলে যায় সেই চেষ্টাও করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সেই সময় মা-মেয়ের কাদা ছোঁড়াছুঁড়ি হয় যথেষ্ট। কিন্তু দমাতে পারেননি অহনাকে। দুবছর আগেই ঘরোয়াভাবে আইনি বিয়ে সারেন অহনা ও দীপঙ্কর। তবে সবটাই গোপনীয়নতা বজায় রেখে। প্রসঙ্গত, ডান্স বাংলা ডান্স দিয়ে খ্যাতির আলোয় আসেন মিশকা ওরফে অহনা দত্ত। রিয়েলিটি শো-তে মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভাগ নিয়েছিলেন তিনি। অচিরেই মা-মেয়ের জুটি মন কেড়ে নেয় সকলের।  

Read more!
Advertisement
Advertisement