Advertisement

Alokananda Guha: ২ লক্ষের বেশি বিল, চরম অব্যবস্থা, নামী হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী অলোকানন্দা গুহ। একাধিক সিরিয়ালে তাঁকে পার্শ্বচরিত্রে দেখা যায়। সিরিয়ালের পাশাপাশি অলোকানন্দা ডেইলি ভ্লগিংও করে থাকেন। মাঝে মধ্যেই বিস্ফোরক অভিযোগও করেন তিনি তাঁর ভিডিওর মাধ্যমে।

অলোকানন্দা গুহঅলোকানন্দা গুহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 2:06 PM IST
  • ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী অলোকানন্দা গুহ।

ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী অলোকানন্দা গুহ। একাধিক সিরিয়ালে তাঁকে পার্শ্বচরিত্রে দেখা যায়। সিরিয়ালের পাশাপাশি অলোকানন্দা ডেইলি ভ্লগিংও করে থাকেন। মাঝে মধ্যেই বিস্ফোরক অভিযোগও করেন তিনি তাঁর ভিডিওর মাধ্যমে। এবার শহরের এক নামকরা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী। মোটা টাকার বিল ও চিকিৎসকের নামও ভিডিওতে ফাঁস করলেন তিনি। 

অলোকানন্দা তাঁর ফেসবুক ভিডিওতে এসে জানিয়েছেন যে তাঁর শাশুড়ি মা সামান্য পায়ের ফুসকুড়ির জন্য ওই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালটি তাঁর বাড়ির কাছে হওয়ার কারণে তাঁকে সেখানেই ভর্তি করা হয়। অলোকানন্দা বলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসক বলেন যে আমার শাশুড়ির সুগার অনেকটা বেশি তাই তাঁকে আইসিইউতে রাখতে হবে। যদিও ওঁনার সুগারটা পরের দিনই নেমে যাওয়ায় আমি চিকিৎসককে জানাই যে এখন সব কিছু স্বাভাবিক আছে। কিন্তু চিকিৎসক আমাকে বলে যে শাশুড়ির হার্টে পেশমেকার বসাতে হবে, ওঁনার এটা-সেটা হতে হবে বলে শাশুড়ি মাকে আরও কিছুদিন আইসিইউতে রেখে দেয়। 

অলোকানন্দা এও অভিযোগ করেন যে একাধিক টেস্ট করেও কিছু পাওয়া যায়নি শাশুড়ির শরীরে। অভিনেত্রী এও বলেন, প্রথমদিনই ওই হাসপাতাল বিল করে দেয় দেড় লাখ টাকার মতো। এর পরের দিন বিল করে ১ লাখ ৯০। শাশুড়ি মাকে ছাড়ার দিন ওই হাসপাতাল বিল করে ২.০৭ লক্ষ টাকা। অভিনেত্রী অভিযোগে এও জানিয়েছেন যে তাঁর শাশুড়ির আসল যে সমস্যা ছিল সেটা বাদে অন্য সব টেস্ট করানো হয়েছে। পায়ের ফুসকুডিতে ওয়াশ, ড্রেসিং কিচ্ছু করেনি, সেটা চেকআপও করেনি। অভিনেত্রী এও বলেন যে তাঁর শাশুড়িকে যে চিকিৎসক দেখছিলেন তিনি প্রতিদিনই কোনও না কোনও টেস্টের কথা বলতেই থাকছিলেন। অলোকানন্দা তাঁর ভিডিওতে বলেন যে তাঁদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে ২ লক্ষ বা ৩ লক্ষ টাকা বিল হলে, তা কোথা থেকে পাবেন তাঁরা। এভাবে গলা কাটার কী অর্থ তা বুঝতে পারছেন না অলোকানন্দা। 

Advertisement

এরপর অভিনেত্রী যে ভিডও দেখান তাতে দেখা যাচ্ছে শাশুড়িকে নিয়ে অভিনেত্রীর স্বামী ফিরেছেন। শাশুড়ির পোশাকে রক্ত লেগে আছে। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা একেবারেই ঠিক নয় বলেও জানান অভিনেত্রীর স্বামী। অভিনেত্রীর ভিডিওতে শাশুড়ি নিজেই জানান যে হাসপাতালের অন্যান্য কর্মীরাই বলছেন যে পায়ের সমস্যা অথচ ভর্তি করেছে কার্ডিওলজ্যিতে। হাসপাতাল ও চিকিৎসককে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী ও তাঁর স্বামী। 
 

Read more!
Advertisement
Advertisement