নাকে লাগানো অক্সিজেনের নল, গলার কাছে চাপ চাপ রক্ত। পরনে নীল রঙের হাসপাতালের পোশাক। হঠাৎ কী হল জগদ্ধাত্রী সিরিয়ালের অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের। সোশ্যাল মিডিয়ায় আচমকা এই ছবি শেয়ার করতেই সকলে অভিনেত্রীকে নিয়ে সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। সকলের মনেই একটা প্রশ্ন কী হল অঙ্কিতার? তবে আপাতত ভয় পাওয়ার কিছু নেই। বহাল তবিয়তেই রয়েছেন অঙ্কিতা। এটা জগদ্ধাত্রী সিরিয়ালের দৃশ্য, যা শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।
বাংলা সিরিয়ালে অন্যতম হিট সিরিয়াল হল জগদ্ধাত্রী। এই সিরিয়ালের গল্প দর্শকদের চুম্বকের মতো টিভির সামনে বসিয়ে রাখে। সৌম্যদীপ ও অঙ্কিতার রসায়ন সকলের খুবই পছন্দের। এদিন জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে তিনি হাসপাতালের পোশাকে। তবে ভয় পাওয়ার কিছুই নেই। যেটাই ঘটেছে তা সবটাই পর্দায়। এটা শুধুমাত্র শ্যুটিংয়ের কয়েকটি ক্লিপ মাত্র।
জগদ্ধাত্রী সিরিয়ালের গল্প অনুযায়ী, কিছুদিন আগেই দেখানো হয়েছিল যে অঙ্কিতা ওরফে জগদ্ধাত্রী মারা গিয়েছে সেটা আসলে ঠিক নয়। সে ফিরে এসেছে। আর সেই পর্বের ঝলক হিসাবেই পোস্ট করেন অঙ্কিতা। একই সঙ্গে সেটার ক্যাপশনে লেখেন, 'আপনারা কি আজকের পর্বটা দেখেছেন? আপনারা এনজয় করেছেন? আপনারা কি কেঁদেছেন? কারণ আমি শ্যুটিং করার সময় এই সবই অনুভব করেছি। অভিনেতা হিসেবে কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা! আমি দাদা এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কাছে কৃতজ্ঞ।'
তবে এই ছবি পোস্ট করতেই অঙ্কিতার ভক্তরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন। অনেকেই লেখেন, খুব দুঃখের। নিজের যত্ন নিও। অনেকে আবার লেখেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। প্রসঙ্গত, অঙ্কিতার এটাই প্রথম সিরিয়াল। আর জ্যাস হিসাবে ইতিমধ্যেই অভিনেত্রী দারুণ হিট। একটানা দীর্ঘদিন বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিচ্ছে জগদ্ধাত্রী। প্রতিটি পর্বের টানটন উত্তেজনাই জগদ্ধাত্রী ধারাবাহিকের ইউএসপি।
ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ। প্রথম ধারাবাহিকেই সে বাজিমাত করেছে। দর্শকদের কাছে সে জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁর বয়স মাত্র ২১ বছর। এই অল্প বয়সে সে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে বিজ্ঞাপনের প্রচারে। সেখান থেকেই এই ধারাবাহিকে অভিনয় করা। তবে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা কিন্তু ভারতের বাসিন্দা নন। তিনি এখন কলকাতায় থাকলেও অঙ্কিতার শিকড় কিন্তু বাংলাদেশে। এই মুহুর্তে কেবল কলকাতাতেই নয়, লেডি গোয়েন্দা হয়ে অঙ্কিতা এখন দুই বাংলা কাঁপাচ্ছেন। পূর্ব এবং পশ্চিম বাংলার টিভি দর্শক দেখছেন তার গোয়েন্দাগিরি। কারণ তার বাবা এবং পরিবারের অনেকেই এখনও বাংলাদেশে বসবাস করছেন।