ছোটপর্দার পরিচিত মুখ অঙ্কুশ্রী মাইতি। গাঁটছড়া ধারাবাহিকে খড়ির ননদের চরিত্র কিয়ারার ভূমিকায় দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হন অঙ্কুশ্রী। খুব শীঘ্রই তিনি বড়পর্দাতেও পা রাখবেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অঙ্কুশ্রী প্রায়ই চর্চায় থাকেন। আসলে অভিনেত্রী সিঙ্গল মাদার। একা হাতেই মেয়ের যাবতীয় দায়িত্ব পালন করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ্রী সুখবর দেন। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী।
সম্প্রতি অঙ্কুশ্রী তাঁর মেহেন্দি পরানোর ছবি ও ভিডিও শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। সবুজ রঙের লহেঙ্গায় সেজেছেন অভিনেত্রী। হাত ও পায়ে মেহেন্দি পরছেন। এই ভিডিও পোস্ট করে অঙ্কুশ্রী লেখেন, নিজের বিয়ের মেহেন্দি বলে কথা....একটু ডান্স না করলে হয়। এর সঙ্গে আরও দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, ব্রাইড টু বি। এই ছবি ও ভিডিওতে টেলিভিশনেক অনেক তারকাই তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষও শুনতে হয়েছে অভিনেত্রীকে।
তাহলে কি সত্যিই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িত বসছেন অঙ্কুশ্রী। না, একেবারেই না। ফটোশ্যুটের জন্য হাতে মেহেন্দি লাগিয়ে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ্রী। আপতত দ্বিতীয় বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁর। কেরিয়ারই এখন অঙ্কুশ্রীর মূল ফোকাস। পাশাপাশি মেয়েকে বড় করতে চান নিজের মতো করে। অভিনেত্রী নিজেই একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি লিখেছেন, সবাইকে হ্যালো, গত ২দিনে আমি অনেক কমেন্টস ও শুভেচ্ছা পেয়েছি। তবে আমি কোনও বিয়ে করছিনা। এটা একটা প্রোমোশনাল শ্যুট ছিল মেহেন্দির। কোনও ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইড টু বি লিখেছিলাম। অভিনেত্রী আরও জানান যে তাঁর এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে যদি কখনও প্ল্যান করেন সেই খবর অবশ্যই তিনি সকলের সঙ্গে ভাগ করে নেবেন।
মেয়ে মিশুক আর মাকে নিয়েই ছোট সংসার অঙ্কুশ্রীর। মিশুক অর্থাৎ আমাইরাকে ঘিরেই অঙ্কুশ্রীর গোটা জগত। অল্প বয়সে বিয়ে করেছিলেন তিনি কিন্তু সেই বিয়ে টেকেনি। তবে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দাতেও পা রাখতে চলেছেন তিনি। রাজর্ষি দের পরিচালনায় আসছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র সিক্যুয়েল 'এবার দার্জিলিং'। এই ছবিতে প্রথমবার সমকামী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে তাঁর চরিত্রের নাম অনুষ্কা।