টেলি দুনিয়ায় বেশ পরিচিত মুখ আয়েন্দ্রী রায়। নিম ফুলের মধু থেকে ফুলকি সব সিরিয়ালেই তাঁকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে চর্চা চলছে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানান কাঁটাছেঁড়া। আর এরই মাঝে তাঁকে বডি শেমিংয়ের শিকারও হতে হয়। সব মিলিয়ে অভিনেত্রী নিজেও খুব বিরক্ত ছিলেন। এবার সব প্রশ্নের উত্তর দিলেন একবারে। সঙ্গে জানালেন তিনি কতটা ওজন কমিয়েছেন।
বডি শেমিং-এর জবাব
সম্প্রতি আয়েন্দ্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ২টো ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে কালো রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। আয়নার মিরর সেলফি নিতে দেখা যায় অভিনেত্রীকে। এই ছবি পোস্ট করে আয়েন্দ্রী লেখেন, ‘কয়েক মাস ধরে নেতিবাচক সমালোচনা সহ্য করার পর… আমার পুরনো অবস্থায় ফিরে গেলাম। আমার পুরনো ফিগারে ফিরে গেলাম।আমার বিষণ্ণতার কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছে... (যা স্বাভাবিক) এমনকী গুঞ্জন শুনেছি যে, আমি যে কোনও ধরণের নেশায় আসক্ত, তাই আমার ওজন বেড়েছে। এমনকী এর জন্য নাকি আমি কাজও পাচ্ছি না। কিন্তু এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি আমার বেড়ে যাওয়া ৯.৫৮ কেজি ওজন কমিয়ে ফেলেছি… ফিট চেক।’
ব্রেকআপ নিয়ে চর্চা
কিছুদিন আগেই আয়েন্দ্রীর ব্রেকআপ নিয়ে জোর চর্চা শুরু হয়। অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন আয়েন্দ্রী। কিন্তু কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে তাঁদের মধ্যে হয়তো কোনও সমস্যা তৈরি হয়েছে। একসঙ্গে আর নেই তাঁরা। যদিও এরপরই আয়েন্দ্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ও নীলাঙ্কুরের একসঙ্গে ছবি পোস্ট করে জানান যে তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। প্রসঙ্গত, গত ২ বছর ধরে নীলাঙ্কুর ও আয়েন্দ্রী প্রেম করলেও সে খবর কাকপক্ষীতেও টের পায়নি। এই বছরেই তাঁরা তাঁদের প্রেমে সিলমোহর দেন।
কেরিয়ারে ফোকাস
আয়েন্দ্রীকে দর্শকেরা দেখেছেন ফুলকি সিরিয়ালে ইশিতার চরিত্রে। যেখানে তিনি সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছেন। অপরদিকে, নিম ফুলের মধুতে মোহিনী চরিত্রে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। তাঁকে ‘গীতা এলএলবি’তে দেখা গিয়েছিল। এর আগে অভিনেত্রী ‘তিতলি’, ‘আলতা ফড়িং’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। আপতত কেরিয়ারই মূল ফোকাস আয়েন্দ্রীর। কেরিয়ারটা নিজের মতো করে গুছিয়ে নিতে চান, সব ঠিক থাকলে আগামী বছর কিংবা ২০২৭ -এ সাত পাক ঘুরবেন অভিনেত্রী।