টলিউডে খুবই পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালে নায়িকা অভিনয় করার পর হিন্দি সিরিয়ালেও নিজের প্রতিভা দেখিয়ে এসেছেন। অভিনয়ের পাশাপাশি দেবচন্দ্রিমা ঘুরতেও ভীষণ ভালোবাসেন। সুযোগ পেলেই অভিনেত্রী ঘুরতে বেড়িয়ে পরেন। আর এবার বছর শেষ হওয়ার আগে দেবচন্দ্রিমা ঢুঁ মারলেন তীর্থস্থানে। তবে হিন্দুদের নয়।
ছাকা পোশাক, মাথায় ওড়না দিয়ে দেখা গেল নায়িকাকে মসজিদে ঘুরে বেড়াতে। তবে এটা যে সে মসজিদ নয়, আরবের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। কিন্তু কেন হঠাৎ মসজিদে গেলেন অভিনেত্রী? আসলে দেবচন্দ্রিমা ছুটি কাটাতে আবুধাবি গিয়েছিলেন। সেখানেই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরতে গিয়ে এই রূপে ধরা দেন নায়িকা।
অভিনেত্রী এখান থেকে কিছু ছবি ও মসজিদের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ভগবানের কোনও ধর্ম হয় না। সত্যিই তাই ভগবান তো একই, তার কোনও ধর্ম নেই। আর দেবচন্দ্রিমা যে সেটা মনে-প্রাণে মেনে চলেন, সেটা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে। তবে অভিনেত্রীর এই ছবি দেখে নেটিজেনদের একাংশ ট্রোল করতে ছাড়েননি। অনেকে আবার কমেন্টে গিয়ে জয় শ্রীরাম, হর হর মহাদেব-এর মতো নানা কমেন্টে ভরে গিয়েছে।
বাংলা মেগার পরিচিত মুখ দেবচন্দ্রিমা। তবে বাংলার গণ্ডি ছাড়িয়ে বি-টাউনেও ইতিমধ্যেই কাজের হাতেখড়ি সেরে ফেলেছেন নায়িকা। সেখানে অভিনেত্রীকে সুহাগন চুড়েল নামে একটি মেগায় দেখা গিয়েছিল। তবে তিনমাসের মধ্যেই শেষ হল এই ধারাবাহিক। বাংলায় দেবচন্দ্রিমার এখনও অবধি শেষ ধারাবাহিক হল ‘সাহেবের চিঠি’। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন অভিনেত্রী। এখন আপাতত সিঙ্গল রয়েছেন দেবচন্দ্রিমা। এর আগে দুটো সম্পর্কে জড়িয়েছিলেন, তবে সেই সম্পর্ক টেকেনি।