Advertisement

Dona Bhowmik: প্রেম করছেন ডোনা, বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করালেন 'ডায়মন্ড দিদি'

Dona Bhowmik: বাংলা টেলিদুনিয়ার চেনা মুখ ডোনা ভৌমিক (Dona Bhowmick)। টুম্পা অটোওয়ালি, ডায়মন্ড দিদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ডোনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন নায়িকা।

ডোনা ভৌমিকডোনা ভৌমিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 12:00 PM IST
  • বাংলা টেলিদুনিয়ার চেনা মুখ ডোনা ভৌমিক (Dona Bhowmick)।

বাংলা টেলিদুনিয়ার চেনা মুখ ডোনা ভৌমিক (Dona Bhowmick)। টুম্পা অটোওয়ালি, ডায়মন্ড দিদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ডোনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন নায়িকা। আর এবার নিজের মনের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী। বিশেষ মানুষের জন্মদিন উপলক্ষ্যে আদুরে পোস্টের মাধ্যমে জানালেন সম্পর্কে রয়েছেন ডায়মণ্ড দিদি। 

প্রেম করছেন ডোনা
ডোনা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ৩টে ছবি শেয়ার করেছেন। যেখানে দুটো ছবিতে ডোনার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাঁর পছন্দের পুরুষকে। আর একটি ছবিতে দুজনে পাশাপাশি বসে একে-অপরের দিকে চেয়ে হাসছেন। এই তিনটে ছবি পোস্ট করে ডোনা সোশ্যাল মিডিয়া পেজে সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী লেখেন, 'শুভ জন্মদিন সায়ন্তন দা, বেশি কিছুই বলার নেই শুধু এটুকুই বলব, আমি আছি...আমি থাকব...সারাজীবন।' এই পোস্টে লাল রঙের হৃদয়ের ইমোজিও দেন অভিনেত্রী। 

কার প্রেমে পড়েছেন 
ডোনা ভৌমিকের বিশেষ মানুষের নাম সায়ন্তন মুখোপাধ্যায়। তবে তিনি টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। একেবারে এই ইন্ডাস্ট্রির বাইরে কাজ করেন সায়ন্তন। মার্কেটিং-এর সঙ্গে যুক্ত তিনি। বর্ধমানের বাসিন্দা হলেও এখন কলকাতাতেই থাকেন সায়ন্তন। ডোনা ও সায়ন্তনের প্রেম কতদিনের তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাঁর মনের মানুষের সঙ্গে পরিচয় করাতেই সকলে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। ছোট পর্দার চেনা মুখ ডোনা ভৌমিক। 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ডোনার কেরিয়ার
সোশ্যাল মিডিয়ায় ডোনা খুবই সক্রিয়। প্রায়ই তাঁর বোল্ড অবতারের ছবি দেখা যায়। ডোনা ভৌমিককে এর আগে দেখা গিয়েছিল কার্লাস বাংলার 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে। তার আগে তিনি অভিনয় করেন সান বাংলার'মোমপালক' মেগাতে। যদিও একবছর পূর্ণ হতে না হতেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। অভিনয় পেশায় আসার আগে তিনি চাকরি করতেন। হসপিটাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেছেন। এইচ আর, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপার, ফ্লোর ম্যানেজার হিসেবে এর আগে কাজ করেছেন ডোনা। প্রসঙ্গত, ডোনার আসল নাম স্বাগতা। তবে ডোনা নামেই তাঁকে বেশি চেনেন সকলে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement