টেলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক সেলেবরা বিয়ের পিঁড়িতে বসছেন। কিছুদিন আগেই বিয়ে করেছেন টেলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। এবার বিয়ের পিঁড়িতে বসলেন ইন্ডাস্ট্রির চেনা মুখ মল্লিকা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আইনি বিয়ে ও আংটি বদল আগেই সেরে নিয়েছিলেন। মেয়ে অদ্রিজার হাত ধরেই মণ্ডপে এলেন মল্লিকা। একেবারে বাঙালি রীতি-নীতি মেনেই বিয়ে সারলেন অভিনেত্রী।
ছোটপর্দা থেকে বড়পর্দা বেশ জনপ্রিয় মুখ মল্লিকা। বেশিরভাগ সিরিয়ালে তাঁকে নেগেটিভ চরিত্রেই বেশি দেখা গিয়েছে। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের মন জয় করেছে। মল্লিকার এটা দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষেক সন্তান অদ্রিজা, যার বয়স ১৭ বছর। পরিচালক-চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন মল্লিকা। শুক্রবার সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গায়ে হলুদ থেকে বৃদ্ধি সবটাই হয়েছে নিয়ম মেনে। নিজের গায়ে হলুদের সময় জমিয়ে নাচতেও দেখা গিয়েছে মল্লিকাকে। আর এরপরই নববধূরূপে দেখা গেল মল্লিকাকে। লাল বেনারসী, ম্যাচিং লাল ব্লাউজ, সোনার গয়না ও হাতে শাঁখা-পলায় সেজে উঠেছিলেন মল্লিকা।
অভিনেত্রীর থেকে চোখ সরানো যাচ্ছিল না। আর মেয়ে অদ্রিজা পরেছিল মেরুন রঙের শাড়ি সঙ্গে কনট্রাস ব্লাউজ। মাকে মণ্ডপে নিয়ে আসা থেকে মায়ের পিঁড়ি ধরা, সিঁদুর দান সব সময় মল্লিকার পাশে ছায়াসঙ্গী হয়ে ছিল অদ্রিজা। বলা হয়, বাবা-মায়ের বিয়ে দেখতে নেই সন্তানদের। কিন্তু সেই প্রচলিত ধারণাকে ভেঙেছেন অভিনেত্রী। বিয়ের দিন নতুন বউয়ের পাশেই দেখা গেল মেয়েকে। মায়ের নতুন জীবন শুরুর সাক্ষী হতে উৎসাহিত অদ্রিজা। পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মল্লিকা। বাঙালি রীতি মেনে বিয়ের সব নিয়ম পালন করলেন অভিনেত্রী। সিঁদুর দানের পর প্রথমেই মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি। এদিন অভিনেত্রীর পাশে ছিলেন টলিপাড়ার তারকারাও।
এক সংবাদমাধ্যমের কাছে মল্লিকার মেয়ে জানিয়েছে যে তার মনে হয়েছে মায়েরও জীবনসঙ্গীর প্রয়োজন। সন্তানরা সব সময় সেই জায়গাটা পূরণ করতে পারে না। মায়ের নতুনভাবে জীবন শুরু করায় খুবই খুশি মেয়ে অদ্রিজা। ১৫ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে পেরে খুশি মল্লিকাও। অল্প বয়সে প্রেম করে বিয়ে করেন মল্লিকা। মেয়ের বয়স যখন ৯ সেই সময় স্বামী এসে জানান পরকীয়ায় জড়িয়েছেন। সেই থেকে শুরু লড়াই। একা হাতে মেয়েকে বড় করে তোলা। মেয়ের দায়িত্ব সামাল দিতে গিয়ে নিজের জীবনের দিকে তাকানোর সময় পাননি। তবু মাঝে প্রেম আসে মল্লিকার জীবনে, তিনিও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কিন্তু বছর খানেকের মধ্যে সেখানেও প্রতারণা। তার পর যেন বিশ্বাস উঠে যায় সম্পর্ক থেকে। তবু মায়ের চিন্তা, মেয়ে বড় হচ্ছে কয়েক বছরের মধ্যে তাঁর নিজস্ব জগত হবে।
কোভিডকালে রুদ্রজিতের সঙ্গে সম্পর্ক শুরু হয় মল্লিকার। রুদ্রজিতই প্রথম মল্লিকাকে বিয়ের প্রস্তাব দেন। প্রথমদিকে এই সম্পর্ক এগিয়ে যাওয়া নিয়ে দ্বিধাবোধ হলেও পরে মেয়ে অদ্রিজার উৎসাহেই মল্লিকা ফের নতুন জীবন শুরু করার উৎসাহ পান। ডিসেম্বরেই আংটি বদল ও আইনি বিয়ে সেরে নিয়েছিলেন মল্লিকা ও রুদ্রজিৎ। আর শুক্রবার শুভ পরিণয় সম্পন্ন হল। উল্লেখ্য, বর্তমানে ‘গীতা এলএলবি’ ও ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। এছাড়াও রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।