সদ্যই মা হয়েছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মার্চেই তিনি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। ফুটফুটে পুত্র সন্তান এসেছে মানসীর কোলে। এতদিন ধরে মানসীর সন্তানের একাধিক ঝলক সামনে এসেছে। যদিও অভিনেত্রী তাঁর ছেলের নাম কী রেখেছেন তা এতদিন ঘোষণা করেননি। সকলে তাকে গোল্লা বলেই ডাকছিল। তবে শনিবার মানসী জানিয়ে দিলেন তাঁর সন্তানের ভাল নাম।
শনিবার মানসী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন। যেখানে অভিনেত্রী তাঁর সন্তানকে কোলে নিয়ে রয়েছেন। যদিও মানসী তাঁর পুত্রের পুরো মুখ সামনে আনেননি। এই ছবি পোস্ট করে নিম ফুলের মধুর মৌমিতা লেখেন, আমি অধ্যায়ের (গোল্লা) প্রেমে পড়ে গেছি...আমার জীবনের শেষ ভালোবাসা। আর এই পোস্ট থেকেই স্পষ্ট যে মানসীর ছেলের নাম অধ্যায়। তবে ছেলের নামের সঙ্গে নিজের পদবী যোগ করবেন অভিনেত্রী। স্বামীর পদবী ছেলেকে দেবেন না বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।
এক সংবাদমাধ্যমকে মানসী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্বামী অভিজিৎ ঘোষের পদবী ব্যবহার করে মানসীর মেয়ে। তাই অভিনেত্রী চান তাঁর পদবীটাও থেকে যাক। আর এই কারণেই তিনি তাঁর ছেলেকে নিজের পদবী দিয়েছেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মানসী জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে। তা নিয়ে অভিনেত্রী নিজেও যথেষ্ঠ অপকট ছিলেন। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল।
কিন্তু সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ঠিকই, তবে মেয়ের কথা ভেবে তাঁরা আবার সবটা ঠিক করে নিয়েছেন। তারপরই তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন। মানসীর স্বামী অভিজিৎ ঘোষকে সেভাবে ক্যামেরার সামনে আসতে দেখা যায় না। ছেলের নাম মানসী ও তাঁর বোন রাইমা মিলেই ঠিক করেছেন। ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা হিসাবে পরিচিত মানসী। একাধিক বাংলা সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। মাঝে তিনি মুম্বইতেও অভিনয় করতে গিয়েছিলেন। পরে ফিরে এসে আবার এখানে চুটিয়ে অভিনয় করেন। এখন অভিনয় থেকে বিরতি নিয়েছেন মানসী। দুই সন্তানকে নিয়ে এখন সময় কাটছে অভিনেত্রীর।