চলতি বছরের মার্চ মাসে দ্বিতীয় বার মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তাঁর একটি কন্যাও রয়েছেন। সন্তানের জন্মের পর বেশ কিছুমাস ছোটপর্দা থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। তবে পর পর অনেকগুলো ফটোশ্যুটও করেছেন। তবে এবার ধারাবাহিকে ফিরলেন মানসী। স্টার জলসার রানী ভবানী সিরিয়ালে তাঁকে দেখা যাচ্ছে। এমনিতে তিনি ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রী বলেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ দিলেই তাঁর একাধিক বোল্ড অবতারের ছবি দেখতে পাওয়া যাবে। এবারও তার ব্যতিক্রম হল না। মানসীকে দেখে রীতিমতো ঘাম ঝরছে নেটিজেনদের।
মানসীকে ভিডিওতে দেখা যাচ্ছে বেগুনি রঙের শাড়িতে, সঙ্গে একই রঙের স্লিভলেস ব্লাউজ। কৃত্রিম বৃষ্টিতে ভিজছেন অভিনেত্রী, মাখনের মতো মেদহীন সিক্ত শরীর। মানসীর কিলার পোজ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে দেখে খাবি খাচ্ছেন নেটিজেনরা। ভেজা চুল ও কাজল চোখের যাদুতে মুগ্ধ পুরুষ প্রেমিকরা। মানসীকে দেখে বোঝার উপায় নেই তিনি দুই সন্তানের মা। তাঁর গ্ল্যামার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মানসীর এই ফটোশ্য়ুট নেটদুনিয়ায় উষ্ণতা বাড়াচ্ছে।
মার্চ মাসে মানসী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। যদিও প্রেগন্যান্ট থাকাকালীনও মানসীর ওজন খুব একটা বাড়তে দেখা যায়নি। তাই সন্তান জন্মের পর খুব সহজেই আগের ফিগার ধরে রাখতে পেরেছেন তিনি। মানসী এর আগেও সোশ্যাল মিডিয়াতে সাহসী অবতারের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার পারদ চড়িয়েছিলেন। প্রশংসা এবং কটাক্ষ দুটোই পান তিনি এই ছবি-ভিডিও পোস্টের জন্য। এই মুহূর্তে ‘রাণী ভবানী’ সিরিয়ালে নাটোরের রাজার আর এক ভাই কৃষ্ণরামের স্ত্রী অর্থাৎ দেবীপ্রসাদের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। জন্মের পর থেকেই মানসী তাঁর সন্তানকে স্তন্যপানে অভ্যস্ত করাননি, তাই কাজে ফিরতে তাঁর কোনও অসুবিধা হয়নি।
বলা হয়ে থাকে, মা হওয়ার পর নাকি অভিনেত্রীদের কেরিয়ারে গতি কমে যায়। মানসীর ক্ষেত্রে এ যেন উলটপুরাণ। অন্তঃসত্ত্বা অবস্থায় ন’মাস পর্যন্ত কাজ করেছেন। সি সেকশন করে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আর ছেলের জন্মের পর ২২ দিন কাটতে না কাটতে একরত্তিকে সঙ্গে নিয়েই কাজে বেরিয়ে পড়েন অভিনেত্রী। ধারাবাহিকের কাজ শুরু হওয়ার মাঝের সময়টাও নষ্ট করতে চাননি তিনি। মা হওয়ার পর মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন হয় মহিলাদের। কিন্তু মানসী যেন সকলের থেকে আলাদা। চিকিৎসকের পরামর্শে, ডায়েট-শরীরচর্চা করে ১৫ কেজি ওজন কমিয়ে নিয়েছেন তিনি। যার প্রমাণ মিলল মানসীর এই ভিডিওতে।