ছোটপর্দার চেনা মুখ পায়েল দেব। একাধিক বাংলা সিরিয়ালে তাঁকে পার্শ্বচরিত্রের অভিনয় করতে দেখা গিয়েছে। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে মুমু দিদির চরিত্রে পায়েল দেব বেশ জনপ্রিয়তা পান। গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী। পাত্র অবাঙালি, পঞ্জাবি পরিবার। আর বিয়ের পর প্রথম করবা চৌথ পালন করলেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করলেন পায়েল তাঁর সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর প্রথম করবা চৌথ, আর সেটা যে ভীষণভাবে বিশেষ তা আর বলার অপেক্ষা রাখে না। পায়েল যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে অভিনেত্রীতাঁর বিয়ের লাল রঙের বেনারসি পরেছেন, মাথায় লাল ওড়না, সোনার গয়না আর হাতে লাল চূড়া, যেটি অবাঙালি মহিলারা বিয়ের পর প্রায় এক বছর মতন হাতে পরে থাকেন। সিঁথিতে সিঁদুর ও হাতে মেহেন্দি পরে পায়েল দেবকে খুব সুন্দরই লাগছিল। করবা চৌথের নিয়ম মেনেই পায়েল পুজো, চালুনি দিয়ে চাঁদ দেখে স্বামী শিখর ট্যান্ডনের মুখ দেখেন। এরপর শিখর পায়েলকে জল খাইয়ে তাঁর উপোস ভাঙেন।
এই ছবি পোস্ট করে পায়েল লেখেন, আমাদের প্রথম করবা চৌথ। এক সংবাদমাধ্যমকে পায়েল জানিয়েছেন যে ছোটবেলা থেকে বলিউডের ছবি ও ধারাবাহিকে করবা চৌথ দেখেছেন অভিনেত্রী। তাই এই রীতি নিয়ে ছোট থেকেই তাঁরও মুগ্ধতা ছিল। রীতি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই এই করবা চৌথ শুরু হয়ে যায়। তখন থেকেই উপোস শুরু করেন পায়েল। প্রথম বছর বলে অভিনেত্রী এই নিয়ম কানুন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। শাশুড়ির থেকে করবা চৌথের নিয়মকানুন শিখছেন তিনি। শ্বশুরবাড়িতে নাকি স্পষ্ট পায়েলকে বলে দেওয়া হয়েছে, নতুন বৌ-এর মতো সেজে সব রীতি যেন নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে পালন করেন অভিনেত্রী।
২০২৩ সালে পঞ্জাবি মতে রোকা (বাগদান) সেরেছিলেন পায়েল ও শিখর। ২০২৪-এর ডিসেম্বরে পঞ্জাবি পোশাক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন পায়েল। সোশ্যাল মিডিয়া থেকেই আলাপ দুজনের। সেখান থেকেই প্রেম ও তারপরে বিয়ে। এই মুহূর্তে পায়ের ছোটপর্দা থেকে দূরে আছেন। বিয়ের পর স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী।