দ্বিতীয়বার মা হতে চলেছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কিছুদিন আগেই সাধ খেলেন মানসী। প্রেগন্যান্সির শেষ পর্যায়ে রয়েছেন নিম ফুলের মধু খলনায়িকা। তারই মাঝে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে গপগপিয়ে ফুচকা খেলেন। আর মানসীর সেই ফুচকা খাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি হল তনুশ্রী গোস্বামীর মোবাইলে।
দ্বিতীয়বার মা হওয়ার সুখবর মানসী সকলের সঙ্গেই শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া পেজে। অভিনেত্রীর একটি কন্যা সন্তানও রয়েছে। তাঁকে নিয়ে প্রায়ই ছবি-ভিডিও শেয়ার করে থাকেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে মাসখানেক আগেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন। হাই রিস্ক প্রেগন্যান্সি। চিকিৎসকদের পরামর্শে একপ্রকার বেডরেস্টেই সময় কাটছে। নিম ফুলের মধু সিরিয়ালে মৌমিতা চরিত্রটি দারুণভাবে জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। তবে হাই রিস্ক প্রেগন্যান্সির কারণে সিরিয়াল থেকে সরে আসতে বাধ্য হয়েছেন অভিনেত্রী।
এক চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে মানসীর ফুচকা খাওয়া দেখে তনুশ্রী জিজ্ঞাসা করেন এখানে এসে ফুচকা খেয়েই যাচ্ছে মানসী। অভিনেত্রী সেই উত্তরে নিজের বেবিবাম্পের দিকে দেখিয়ে বলেন, না আমি না। ও খাচ্ছে। অর্থাৎ গর্ভে থাকা সন্তান ফুচকা খাচ্ছে, মানসী খাচ্ছেন না। এরপরই মানসী জানান যে তিনি ফুচকা খেতে ভীষণ ভালোবাসেন আর বিয়েরবাড়ি বা অন্য জায়গাতেও ফুচকা দেখলে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নেন। প্রসঙ্গত, শ্বেতা-রুবেলের রিসেপশনে গিয়েও চুটিয়ে ফুচকা খেয়েছিলেন অভিনেত্রী। মানসীর একটি কন্যা সন্তান রয়েছে। যাকে মাঝেমাঝেই মায়ের সঙ্গে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ফেব্রুয়ারির শেষে, বা মার্চের শুরুতে ডেলিভারির কথা রয়েছে। অভিনেত্রীর ইচ্ছে, সন্তান হওয়ার ২-৩ মাসের মধ্যেই কাজে ফিরবেন।
ইতিমধ্যেই মানসী দুবার সাধ খেয়ে নিয়েছেন। একবার পরিবার-ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে কলকাতার এক রেস্তোরাঁয় আর দ্বিতীয়বার বাড়িতেই সাধ খেয়েছেন অভিনেত্রী। মানসীর স্বামীর নাম অভিজিৎ ঘোষ। ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানে মানসীর পাশে দেখা মিলেছিল তাঁর। তবে গ্ল্যামার জগত থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। মানসী যখন কাজের সূত্রে মুম্বই, তখন বৈবাহিক জীবনে কিছু সমস্যা তৈরি হয় তাঁর। স্বামীর সঙ্গে দূরত্বও বাড়ে। পরে যদিও মেয়ের কথা মাথায় রেখে, তাঁরা সব মিটমাট করে নেন। নিম ফুলের মধু সিরিয়ালে মৌমিতা চরিত্রে অভিনয় করে মানসী রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে। কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালেও অভিনয় করেন মানসী।