Advertisement

Ranieeta Dash: গালে-কপালে হলুদে মাখামাখি রণিতার, বিয়ে করছেন নাকি পর্দার 'বাহা'?

Ranieeta Dash: ছোটপর্দায় একসময় বাহা চরিত্রটি দর্শকের মধ্যমণি ছিল। আর এই চরিত্রে থাকা রণিতা দাস ইষ্টি কুটুম সিরিয়ালে দারুণ জনপ্রিয় হয়েছিলেন। তবে এখন অভিনয় জগৎ থেকে বেশ দূরেই রয়েছেন অভিনেত্রী।

রণিতা দাসরণিতা দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2024,
  • अपडेटेड 6:01 PM IST
  • ছোটপর্দায় একসময় বাহা চরিত্রটি দর্শকের মধ্যমণি ছিল।

ছোটপর্দায় একসময় বাহা চরিত্রটি দর্শকের মধ্যমণি ছিল। আর এই চরিত্রে থাকা রণিতা দাস ইষ্টি কুটুম সিরিয়ালে দারুণ জনপ্রিয় হয়েছিলেন। তবে এখন অভিনয় জগৎ থেকে বেশ দূরেই রয়েছেন অভিনেত্রী। তাঁকে তেমন ভাবে কোনও ধারাবাহিক বা ছবিতে দেখা যায় না। ব্যক্তিগত জীবনেও তাঁর প্রেম ভেঙেছে। আর এরই মাঝে চুপি চুপি বড় এক কাণ্ড ঘটিয়ে ফেললেন নায়িকা। সোশ্যাল মিডিয়া পেজে বাহামণি তথা রণিতার গায়ে হলুদের ছবি ভাইরাল। তাহলে কি চুপিসারে বিয়েটা সেরে ফেলছেন নায়িকা?

রণিতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তাঁকে হলুদ রঙের শাড়ি পড়ে দেখা গিয়েছে, সঙ্গে প্রিন্টেড হলুদ রঙের ব্লাউজ। তবে নজর কেড়েছে তাঁর হাতে ও গালে হলুদে মাখামাখি। আর এই ছবি দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে অনেকেই রণিতাকে প্রশ্ন করেছেন এটা কি তাঁর গায়ে হলুদের ছবি। অনেকে আবার প্রশ্ন করেছেন রণিতা কি বিয়ে করছেন? যদিও রণিতা এইসব প্রশ্নের কোনও উত্তরই তিনি দেননি। তবে এটা যে তাঁর গায়ে হলুদের ছবি নয় সেটা একেবারেই স্পষ্ট। 

এর আগে রণিতার সঙ্গে অভিনেতা সৌপ্তিকের দীর্ঘদিনের প্রেম থাকলেও সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও এই বিষয়ে কেউই মুখ ফুটে কিছুই বলেননি। শোনা গিয়েছিল যে টলিউডের অন্য এক অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সৌপ্তিক। ১৪ বছরের সেই সম্পর্কের ইতি টেনেছেন সৌপ্তিক-রণিতা। টলিউডের অন্যতম হিট কাপল ছিলেন তাঁরা। তাঁদের একটি প্রযোজনা সংস্থাও আছে।

অপরদিকে, রণিতা এবং সৌম্য মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে একসঙ্গে এক ফ্রেমে ধরা দিতে দেখা যায়। ইন্ডাস্ট্রির অন্দরে চাপা গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়েও তাঁরা কিছু জানাননি। তবে সৌম্য এবং রণিতা বহুদিনের বন্ধু। আর তাঁরা একসঙ্গে একটি প্রজেক্টেও কাজ করছিলেন। বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়। নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতা এবং সুন্দর মুখের গঠন, তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এখনও সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহামনি নামে।

Advertisement

সেইসময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। ধন্যিমেয়ে ধারাবাহিককে অভিনয় করার সময়ই তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। এই ধারাবাহিকটিতে তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। ধারাবাহিক চলাকালীন মাঝ পথেই অভিনয় থেকে সরে যেতে হল তাঁকে।  ইষ্টি কুটুম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তাই তিনি ধারাবাহিক ছেড়ে দেন।  

Read more!
Advertisement
Advertisement