Advertisement

Rupsha Chatterjee: কৃষ্ণসাজে মুখেভাত রূপসা-পুত্রের, ছেলের জন্য কী কী আয়োজন?

Rupsha Chatterjee: রূপসা ও সায়নদীপের সন্তান অগ্নিদেব দেখতে দেখতে ৬ মাসে পা দিল। আর এবার তার মুখে ভাতের পালা। আগেই রূপসা জানিয়েছিলেন যে ৩০ জুন সায়নদীপের পরিবারের পক্ষ থেকে অন্নপ্রাশনের আয়োজন করা হবে।

রূপসা-সায়নদীপের ছেলের মুখেভাতরূপসা-সায়নদীপের ছেলের মুখেভাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 12:14 PM IST
  • রূপসা ও সায়নদীপের সন্তান অগ্নিদেব দেখতে দেখতে ৬ মাসে পা দিল।

রূপসা ও সায়নদীপের সন্তান অগ্নিদেব দেখতে দেখতে ৬ মাসে পা দিল। আর এবার তার মুখে ভাতের পালা। আগেই রূপসা জানিয়েছিলেন যে ৩০ জুন সায়নদীপের পরিবারের পক্ষ থেকে অন্নপ্রাশনের আয়োজন করা হবে। সেই অনুযায়ী, সোমবার ছিল রূপসা-পুত্রের মুখে ভাত। আর এইদিন সব নিয়ম-নীতি মেনেই ছোট্ট ডুগ্গু প্রথমবার ভাত মুখে দিল। বিশেষ এইদিনে রূপসা তাঁর ছেলেকে সাজিয়েছিলেন ছোট্ট গোপাল ঠাকুরের মতো। 

এদিন রূপসা ও সায়নদীপকে দেখা গেল ছেলের সঙ্গে তাঁরাও সুন্দরভাবে সেজেছেন। ডুগ্গুর মা-বাবা দুজনেই ছেলের মুখে ভাতের দিন লাল রঙকে বেছে নিয়েছিলেন পোশাকের ক্ষেত্রে। রূপসা সেজেছিলেন চওড়া লাল পাড়ের বেনারসিতে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। সায়নদীপ অভিনেত্রী স্ত্রীর সঙ্গে রংমিলন্তি লাল পাঞ্জাবিতে। এদিন গায়ে হলুদ পর্ব থেকে শুরু করে নতুন জামা পরানো সবটাই হয় পুরো রীতি মেনে।

অন্নপ্রাশনের দিন ছোট্ট গোপালের সাজে একরত্তিকে সাজিয়েছিলেন তারকা দম্পতি। এদিন ছেলের গায়ে হলুদের পর্ব সেরে ভাত, মাছের মুড়ো, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, পায়েস— সব সাজিয়ে দেওয়া হয় একরত্তিকে। এরপর কৃষ্ণ বেশ ধারণ করে মায়ের কোলে বসে প্রথমবার ভাত খেল রূপসাপুত্র। অন্নপ্রাশনের আগে থেকেই তোড়জোড় চলছিল। রূপসা ও সায়নদীপ দুজনেই খুব উৎসাহিত ছিলেন তাঁদের প্রথম সন্তানের বিশেষ অনুষ্ঠান নিয়ে। রূপসার বাড়ির পক্ষ থেকে তাঁদের নাতিকে দেওয়া হয়েছে সোনার চেন। এরপর অবশ্য অভিনেত্রীর বাড়ির পক্ষ থেকেও নাতিকে মুখে ভাত দেওয়া হবে। ছেলের জীবনের প্রথম এই বড় অনুষ্ঠানকে ঘিরে রূপসার পায়ের তলায় যে রীতিমতো সরষে, সেটা এদিনের অনুষ্ঠানে বেশ বোঝা গেল। সন্তান সামলে, অতিথি আপ্যায়ণেও কোনওরকম খামতি রাখেননি অভিনেত্রী।

গত বছরের অক্টোবরে সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ে সারেন রূপসা। এরপর শিশু দিবসের দিনই তাঁরা জানান যে তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। এই নিয়ে কম কটাক্ষের মুখে তাঁদের পড়তে হয়নি। তবে সেইসব ট্রোল-কটাক্ষকে খুব একটা পাত্তা দিতে নারাজ নায়িকা। বরং সুন্দরভাবে সংসার ও সন্তান দুটোই সামলাচ্ছেন। অপরদিকে, তিনি কাজেও ফিরেছেন সম্প্রতি।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement