Advertisement

Rupsa Chatterjee: রূপসার ছেলে হবে না মেয়ে? সাধের অনুষ্ঠানে ভোট করিয়ে ট্রোলড তারকা দম্পতি

Rupsa Chatterjee: গত বছর অক্টোবরে বিয়ে হয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকারের। বিয়ের একমাস কাটতে না কাটতেই সুখবর শোনার রূপসা-সায়ন। নতুন অতিথি আসতে চলেছে তাঁদের সংসারে। এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পর রূপসাকে নিয়ে সমালোচনা কম হয়নি।

রূপসা-সায়নদীপরূপসা-সায়নদীপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2025,
  • अपडेटेड 3:57 PM IST
  • গত বছর অক্টোবরে বিয়ে হয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকারের।

গত বছর অক্টোবরে বিয়ে হয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকারের। বিয়ের একমাস কাটতে না কাটতেই সুখবর শোনার রূপসা-সায়ন। নতুন অতিথি আসতে চলেছে তাঁদের সংসারে। এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পর রূপসাকে নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু এইসব ট্রোল-সমালোচনাকে কোনওদিনই পাত্তা দেননি অভিনেত্রী। বর্তমানে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন রূপসা। কখনও আচার খাওয়ার ভিডিও আবার কখনও বা বেবি বাম্প নিয়ে নাচ করার ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি রূপসার সাধের অনুষ্ঠান ছিল আর সেই ভিডিও শেয়ার হতেই ফের ট্রোলের মুখে রূপসা ও সায়নদীপ।  

একেবারে ঘরোয়া সাধের অনুষ্ঠান ছিল রূপসার। যেখানে তাঁকে শাড়ি পরে দেখা গিয়েছে আর সামনে সাজানো প্রচুর খাবার। রূপসা ধরে রয়েছেন দুটো বেলুন, যার একটাতে লেখা ছেলে আর একটাতে লেখা মেয়ে। রূপসার কোলে ছেলে না মেয়ে আসবে তা নিয়ে সকলেরই কৌতুহল। আর এই নিয়েই সাধের অনুষ্ঠানে শুরু হল খেলা। পরিবারের সদস্যরাই জানালেন তাঁর কে কী চান। রূপসার স্বামী সায়নদীপ প্রথমেই জানিয়ে দেন যে তিনি পুত্রসন্তানই চান, সায়নদীপের মতো তাঁর মা-বাও পুত্র চান, রূপসার মাও ছেলেই চাইছেন। যদিও রূপসা বলেন যে তাঁর মনে হচ্ছে ছেলে হবে আবার মনে হচ্ছে মেয়ে হবে। 

এই ভোটদান পর্বে পুত্রসন্তানের দিকেই পাল্লা ভারী হয়। দেখা যায় পুত্রের জন্য ভোট পড়েছে ১১টি। আর অন্য দিকে কন্যার জন্য ৫টি ভোট। মজার ছলে করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোলের বন্যা শুরু হয়। কেউ কেউ লিখেছেন, আজও সবার প্রথম পছন্দ ছেলে, মেয়ে নয়। ভিডিওটা দেখে খুব খারাপ লাগল। অনেকে আবার লিখেছেন, সেই টিপিকাল বাঙালি মাইন্ডসেট। ছেলেই চাই। কেউ কেউ আবার বলছেন যে অবাক হলাম বেশিরভাগ মহিলাই ছেলে চাইছেন। তবে এ সব মন্তব্যের কোনও উত্তর দেননি রূপসা বা সায়নদীপ। 

Advertisement

কিছুদিন আগেই প্রেগন্যান্সি ফটোশ্যুট করিয়েছেন রূপসা। এখন কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। বেবি বাম্প নিয়েই বিনোদিনী ছির প্রচারে অংশ নিয়েছিলেন রূপসা। আর বেশিদিন বাকি নেই সন্তান আসতে। এই সময়কালটা খুব সুন্দরভাবে উপভোগ করছেন অভিনেত্রী। সামাজিক বিয়ের আগে ২০২৩ সালেই আইনি বিয়ে সেরে নিয়েছিলেন রূপসা ও সায়নদীপ। 

Read more!
Advertisement
Advertisement