Advertisement

Sanghasree Sinha: কালো মনোকিনিতে সঙ্ঘশ্রী, সিরিয়ালের 'দজ্জাল কাকিমা' হঠাৎই ভীষণ বোল্ড

Sanghasree Sinha: টেলিভিশন থেকে বড়পর্দা এই মুহূর্তে বেশ পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা। একসময় 'ক্রস কানেকশন', 'লে ছক্কা', 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'-র মতো ছবিতে চরিত্রাভিনেতা হিসাবে কাজ করেছেন। তবে তিনি টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন কি করে বলব তোমায়, নবাব নন্দিনী, ফেলনার মতো ধারাবাহিকে।

সঙ্ঘশ্রী সিনহা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামসঙ্ঘশ্রী সিনহা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jun 2024,
  • अपडेटेड 6:53 PM IST
  • টেলিভিশন থেকে বড়পর্দা এই মুহূর্তে বেশ পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা।

টেলিভিশন থেকে বড়পর্দা এই মুহূর্তে বেশ পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা। একসময় 'ক্রস কানেকশন', 'লে ছক্কা', 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'-র মতো ছবিতে চরিত্রাভিনেতা হিসাবে কাজ করেছেন। তবে তিনি টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন কি করে বলব তোমায়, নবাব নন্দিনী, ফেলনার মতো ধারাবাহিকে। সঙ্ঘশ্রীকে দেখা গিয়েছে দাবাড়ু, ফাটাফাটি-র মতো সিনেমাতেও। বরাবরই ছকভাঙা কাজ করতে ভালোবাসেন সঙ্ঘশ্রী। আর তাই তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন নিজের বোল্ড ছবি। যা দেখে উষ্ণতার পারদ চড়ছে নেট দুনিয়ায়। 

কালো রঙের মনোকিনি, খোলা পিঠ আর হাতে ধরা পানীয়। ঠিক এইভাবেই সঙ্ঘশ্রীকে বসে থাকতে দেখা গেল পুলের ধারে। খোলা পিঠে ফ্লন্ট করছেন তাঁর ট্যাটু। এটা তাঁর জন্মদিনের আগে তোলা ছবি। এই ছবি পোস্ট করে সঙ্ঘশ্রী ক্যাপশনে লিখেছেন, নিজেকে ভালোবাসার অর্থ কী তা এখনও খোঁজার চেষ্টা করছি। ৩৮ বছরের শেষদিন। সম্প্রতি জন্মদিন পালন করলেন অভিনেত্রী। ৩৯ বছরে পা দিলেন তিনি। নিজের টিমের সঙ্গেই এই বিশেষ দিনটি পালন করেন সঙ্ঘশ্রী। 

টেলি দুনিয়ায় সঙ্ঘশ্রী দজ্জাল কাকিমা নামেই পরিচিত। এর আগেও তিনি তাঁর বোল্ড ইমেজ দিয়ে চর্চার কেন্দ্রে থেকেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর সাহসী অবতারের ছবি। একটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে কালো ব্রা-এর উপর সাদা শার্টে। শার্টের বোতামগুলি খোলাই রেখেছেন অভিনেত্রী। স্পষ্ট দেখা যাচ্ছে সঙ্ঘশ্রীর বক্ষ বিভাজিকা। প্রশংসার পাশাপাশি সঙ্ঘশ্রীকে বডি শেমিংয়ের শিকার হামেশাই হতে হয়। মোটা হওয়ার কারণে বহুবার ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে সঙ্ঘশ্রী সিনহাকে। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরেও বডি শেমিংয়ের মুখে পড়তে হয় তাঁকে। আর একথা নিজেই বহু সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী।

তবে একাধিক সাক্ষাৎকারে সঙ্ঘশ্রী জানিয়েছেন যে শরীর নিয়ে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। অভিনেত্রীর কথায়, শুধুমাত্র মোটা হওয়ার কারণেই বহু চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর থেকে বয়সে বড় বহু অভিনেত্রীই এখন নায়িকার ভূমিকায় অভিনয় করছেন, আর সেটা শুধুমাত্র ওঁরা তন্বী বলে। মোটাদের নায়িকা হিসাবে কেউই মেনে নেন না, তাঁরা শুধুই কমেডির জন্য।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement