
পুজোর আগেই বড়সড় বিপদের মুখে পড়েছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। সেপ্টেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত দুমাস সম্পূর্ণ বিশ্রামে ছিলেন সায়ন্তনী। তবে এবার অসুস্থতা কাটিয়ে ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার-এ নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ইতিমধ্যেই মঙ্গলবারের পর্বে তাঁকে দেখা গিয়েছে।
মঙ্গলবার শ্যুটিং থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করেন সায়ন্তনী। আর সেখানেই তিনি বলেন যে তাঁর ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে যাওয়ার পর তিনি আদৌও শ্যুটিংয়ে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন। তবে সিরিয়ালের পাশাপাশি রান্নাঘর শো-তেও তাঁকে অতিথি হিসাবে দেখা যাবে খুব শীঘ্রই। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে সেটে সকলের থেকে খুবই সহযোগিতা পেয়েছেন তিনি। তাই কাজ করতে তাঁর সমস্যা হয়নি। এতমাস পর কাজে ফিরতে পেরে সায়ন্তনী নিজেও খুব খুশি।
সায়ন্তনী বলেন যে এত বড় ব্রেন স্ট্রোকের পর শ্যুটিংয়ে ফিরে সংলাপ বলতে পারব কিনা, তা নিয়ে ভয়েই ছিলাম। কিন্তু এসভিএফের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। এই প্রযোজনা সংস্থার অনেক সিরিয়ালেই তাঁকে দেখা গিয়েছে। আর ফ্লোরে সকলেই চেনা অভিনেত্রীর। সকলেই সাহস জুগিয়েছে। অভিনেত্রীর কথায়, স্বামী ইন্দ্রনীল না থাকলে তিনি বেঁচে ফিরে আসতে পারতেন না। সায়ন্তনীকে শেষবার অনুরাগের ছোঁয়াতে দেখা গিয়েছিল। এই সিরিয়াল শেষ হওয়ার পরেই অভিনেত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
৩১ অগাস্ট অনুরাগের ছোঁয়ার শ্যুটিং শেষ হয়। এরপর সায়ন্তনী ছুটি কাটাচ্ছিলেন। ৩ সেপ্টেম্বর অন্যান্য দিনের মতো সকালে ওয়ার্কআউট করেছিলেন। কিন্তু তার পর আচমকাই অস্বস্তি শুরু হয়। অন্য দিকে ঘোরার শক্তি পর্যন্ত ছিল না। মাথায় অনেকটা রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে যায়। তবে এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী। পুজোয় স্বামী ইন্দ্রনীলের সঙ্গে বিদেশেও গিয়েছিলেন তিনি। এখন একেবারেই সুস্থ তাই আবার কাজে ফিরলেন সায়ন্তনী।