Advertisement

Sharly Modak: প্রেমিকের নামের ট্যাটু মুছলেন হাত থেকে, ফের ব্রেকআপ নাকি শার্লির?

Sharly Modak: টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম শার্লি মোদক। যিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের মাধ্যমে। যদিও এখন তাঁকে খুব একটা ছোট পর্দায় দেখা যায় না। তবে এই মুহূর্তে শার্লি যে কারণে শিরোনামে রয়েছেন তা হল তাঁর ব্রেকআপের জন্য।

শার্লি মোদকশার্লি মোদক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2024,
  • अपडेटेड 7:38 PM IST
  • টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম শার্লি মোদক।

টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম শার্লি মোদক। যিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের মাধ্যমে। যদিও এখন তাঁকে খুব একটা ছোট পর্দায় দেখা যায় না। তবে এই মুহূর্তে শার্লি যে কারণে শিরোনামে রয়েছেন তা হল তাঁর ব্রেকআপের জন্য। শোনা যাচ্ছে আবারও সম্পর্ক ভেঙেছে শার্লির। গত বছরই শোনা গিয়েছিল যে তাঁর সঙ্গে প্রেমিক মৃত্যুঞ্জয়ের ৯ মাসের বিচ্ছেদ কাটিয়ে আবার কাছাকাছি এসেছেন। কিন্তু এবার চিরতরের মতোই ব্রেকআপ হল শার্লি ও মৃত্যুঞ্জয়ের।

ছোটপর্দার পরিচিত মুখ শার্লিকে ফুলকি সিরিয়ালে দেখা গিয়েছিল। নিজের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা ছিলেন অভিনেত্রী। ২০২৩ সালের গোড়ার দিকেই শার্লি জানিয়েছিলেন যে তাঁর সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে প্রেমিক মৃত্যুঞ্জয়ের। জানিয়েছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর ৫ বছর পুরোনো প্রেম এখন ইতি। সেইসময় প্রেম ভেঙেছিল ঠিকই, কিন্তু শরীরে খোদাই করা মৃত্যুঞ্জয় (নীল)-এর নাম মুছে ফেলেননি শার্লি। এর ১০ মাস পর পুজোর আগে আগেই শার্লি ও মৃত্যুঞ্জয়ের প্যাচআপ হয়ে যায়। একাধিক ছবিও পোস্ট হতে থাকে তাঁদের সোশ্যাল মিডিয়ায়। 

তবে এবার শোনা যাচ্ছে ২০১৭ সালের সেই প্রেম এবার চিরতরে ব্রেকআপের মুখে। আর সম্পর্ক জোড়া লাগার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। কয়েক সপ্তাহের মধ্যেই শার্লি ও মৃত্যুঞ্জয় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। এমনকী নায়িকার হাতে থাকা ট্যাটুও সরে গিয়ে অন্য ট্যাটু চলে এসেছে। শার্লির ডান হাতে ছিল প্রেমিক মৃত্যুঞ্জয়ের ডাকনাম নীল লেখা ট্যাটু। সেই ট্যাটু ঢেকে ফেললেন অভিনেত্রী। আপতত ময়ূরের পালক দিয়েই নীলের নাম ঢেকেছেন শার্লি। নায়িকার সোশ্যাল মিডিয়া পেজে তাঁর সেই নতুন ট্যাটু অনেক রিরস ভিডিওতেই দেখা গিয়েছে। আর সেখান থেকেই নেটিজেনদের মনে হচ্ছে যে এবারের মতো শার্লি-মৃত্যুঞ্জয়ের প্রেমের সম্পর্ক ভাঙল।

গত বছরই শার্লি তাঁর প্রেম জোড়া লাগা নিয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তাঁরা কয়েকটা মাস আলাদা ছিলেন। নিজের মতো করে তাঁরা সময়টা কাটিয়েছেন। তাই আরও বেশি করে একে অপরকে কাছে পাওয়ার বিষয়টি তাঁরা অনুভব করছেন। ২০২৩-এর পুজোটা তাঁরা একসঙ্গেই কাটান। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে শুরু হয় শার্লি-মৃত্যুঞ্জয়ের প্রেম। গত বছরের শুরুতেই সবাইকে অবাক করে দিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন অভিনেত্রীর। তবে পরে আবার সব ঠিকঠাক হয়ে গেলেও এই পুজোর পর পরই সারাজীবনের মতো ব্রেকআপ হল শার্লি-মৃত্যুঞ্জয়ের। 
  

Advertisement

Read more!
Advertisement
Advertisement