টেলিপাড়ার অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় শ্রুতি দাস। খুব অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী টেলি দুনিয়ায় তাঁর পা জমিয়ে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি শ্রুতি তাঁর আসল জীবনেও সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন। আর এই সবকিছুর মধ্যে শ্রুতির ইশ্বর ভক্তি দেখার মতো। বাঙালির সব উৎসব ও পুজো-পার্বনই তিনি নিষ্ঠা সহকারে পালন করেন। আর শনিবার হনুমান জয়ন্তীর দিন শ্রুতির বাড়িতে যোগ হল তাঁদের নতুন সদস্যের। যাঁকে পেয়ে আপ্লুত অভিনেত্রী।
শ্রুতি তাঁর বাড়ির নতুন সদস্যের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। এদিন অভিনেত্রী তাঁর বাড়ির ঠাকুরঘরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তাঁর ঠাকুরঘরে জায়গা নিয়েছেন ছোট এক হনুমানজি। ইতিমধ্যেই শ্রুতি এই নতুন সদস্যের নামকরণও করে ফেলেছেন। শ্রুতি লেখেন, সবাইকে রক্ষা করো ঠাকুর। আমাদের বাড়ির নতুন সদস্য, ওঁর নাম বজরংগী। জয় শ্রী রাম, জয় বজরংবলী। শ্রুতির পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী নিষ্ঠাসহকারে ও ভক্তি ভরে হনুমানজির পুজো করেছেন। ঠাকুরকে ফল-মিষ্টি দিয়ে ভোগও দিয়েছেন।
বর্ধমান কাটোয়ার মেয়ে শ্রুতি খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রির চেনা মুখ হয়ে ওঠেন। ‘ত্রিনয়নী’ দিয়ে ছোটপর্দায় পথ চলা শুরু হয়েছিল তাঁর। এরপর ‘দেশের মাটি’, ‘রাঙা বউ’য়ে তাঁকে বেশ পছন্দ করেছেন দর্শক। অভিনয়ের প্রশংসা হলেও গায়ের রং নিয়ে কটাক্ষ সঙ্গী হয়েছে তাঁর। সব কিছু উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে স্থির ছিলেন। সম্প্রতি ডাইনিতে তাঁর কাজ নিয়ে চর্চা শুরু হয়েছে। কিছুদিন পর রাখী গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রুতি। শিবপ্রসাদ-নন্দিতা রায়ের আমার বস ছবিতে দেখা যাবে তাঁকে। আর এই ছবির মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করবেন শ্রুতি।
অভিনয়ের পাশাপাশি শ্রুতির ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। আইনি বিয়ে সেরেছেন ছোটপর্দার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। যদিও শ্রুতির চেয়ে বেশ খানিকটা বড় স্বর্ণেন্দু। আর তা নিয়ে শ্রুতিকে বারংবার কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তবে সব বাধা পেরিয়ে শ্রুতি আইনি বিয়ে সেরে ফেলেছেন পরিচালকের সঙ্গে। কলকাতায় নতুন ফ্ল্যাট নিয়ে স্বর্ণেন্দুর সঙ্গেই থাকছেন শ্রুতি।