Advertisement

Sonamoni-Pratik: দোলের রঙে মাখামাখি 'শঙ্খ-মোহর', ফের প্রেমে পড়লেন সোনামণি-প্রতীক?

Sonamoni-Pratik: টেলি দুনিয়ায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। তাঁর অভিনয় বরাবরই নজর কেড়েছে সকলের। ‘দেবী চৌধুরানি’র চরিত্র থেকে শুরু করে ‘মোহর’– সোনামণি অভিনীত চরিত্রগুলি আজও মনে রেখে দিয়েছেন দর্শক। অপরদিকে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও জোর চর্চা। অভিনেতা প্রতীক সেনের সঙ্গে ফের সম্পর্কে জড়ালেন নাকি সোনামণি?

সোনামণি-মোহরসোনামণি-মোহর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2025,
  • अपडेटेड 1:58 PM IST
  • টেলি দুনিয়ায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা।

টেলি দুনিয়ায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। তাঁর অভিনয় বরাবরই নজর কেড়েছে সকলের। ‘দেবী চৌধুরানি’র চরিত্র থেকে শুরু করে ‘মোহর’– সোনামণি অভিনীত চরিত্রগুলি আজও মনে রেখে দিয়েছেন দর্শক। অপরদিকে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও জোর চর্চা। অভিনেতা প্রতীক সেনের সঙ্গে ফের সম্পর্কে জড়ালেন নাকি সোনামণি? দোলের দিন রঙে মাখামাখি ছবি পোস্ট করতেই টেলিপাড়ায় তাঁদের নিয়ে জোর চর্চা শুরু। 

এদিন সোনামণি একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সাদা রঙের টপে, কানে ঝুমকা, একেবারে কোনও মেকআপ নেই। গালে-কপালে হলুদ-গোলাপি আবির আর ঠোঁটে এক চিলতে হাসি। তাঁর পিছনেই দাঁড়িয়ে প্রতীক, নীল ও হলুদ টি-শার্টে। কপালে বড় করে গোলাপি রঙের আবিরের টিকা। অভিনেত্রীর কপালে প্রতীকের গাল আর সোনামণিতে আলতো করে ধরে এই সেলফি নেওয়া। এই ছবি পোস্ট করে সোনামণি লিখেছেন, হোলি হোক হ্যাপি। সোনামণি ও প্রতীকের জীবনে কি তবে লাগল নতুন করে বসন্তের রং? ছবি দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা।

বসন্ত উৎসবেআবারও কাছাকাছি দর্শকদের প্রিয় শঙ্খ-মোহর জুটি। এই একই ছবি সোনামণি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতেও দিয়েছেন। আর নেপথ্যে বাজছে শাহরুখ-অনুষ্কার তুঝমে রব দিখতা হ্যয় গানটি। এর আগে সোনামণি ও প্রতীকের প্রেমচর্চা নিয়ে টেলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে। যদিও কখনই তাঁরা এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এরপরই দুরত্বের সৃষ্টি হয়। সম্প্রতি এক চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সোনামণি ও প্রতীকের দেখা বহুদিন পর। সেখান থেকেই ফের কথাবার্তা শুরু হয়। আর সেই কথাবার্তা শুরুর পরই দোলের দিন দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সকলের মনেই সন্দেহ জাগছে আবারও কি পুরনো প্রেম কাছাকাছি এল?

এক সময় তাঁদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল টেলিপাড়া। যদিও সেই প্রেমের খবরে প্রকাশ্যে সিলমোহর দেননি তাঁরা। তবে সময় বহমান। একদা চর্চিত জুটির প্রেম ভাঙে। তার পর থেকে সে ভাবে কোথাও দেখা যায়নি তাঁদের। তবে তাঁদের আবার মিলিয়ে দিল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দুজনেই খুব খুশি আবার দেখা হয়ে, কথা বলে। প্রসঙ্গত, সোনামণি ও প্রতীক মোহর ও এক্কা দোক্কা এই দুই সিরিয়ালে একসঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁদের রসায়ন দর্শকদের মন ছুঁয়েছিল। অনস্ক্রিন প্রেম অফস্ক্রিনেও গড়িয়েছিল। যদিও এই সম্পর্ককে প্রকাশ্যে কখনই সিলমোহর দেননি তাঁরা। 

Advertisement

এই মুহূর্তে সোনামণিকে দেখা যাচ্ছে শুভবিবাহ সিরিয়ালে। যেখানে তিনি এক ডিভোর্সি মহিলা সুধার চরিত্রে অভিনয় করছেন। সুধার জীবনে তেজ (হানি বাফনা) এলেও ডিভোর্সের পর সোনামণি এখনও সিঙ্গল। গত বছরই তিনি আইনতভাবে ডিভোর্স পেয়েছেন। বাস্তবে কবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন সোনামণি তা জানা যায়নি। অপরদিকে প্রতীককে দেখা যাচ্ছে উড়ান ধারাবাহিতে মহারাজ-এর ভূমিকায়। বিপরীতে রত্নাপ্রিয়া দাস। তবে দোলের দিন শঙ্খ-মোহরের ছবি দেখে অনেকেই মনে করছেন যে পুরনো তিক্ততা ভুলে আবার কাছাকাছি এলেন তাঁরা। 

Read more!
Advertisement
Advertisement