টেলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে সোনামণি সাহা তথা সুধার প্রেমের খবর। অভিনেত্রী নাকি জবরদস্ত প্রেমে পড়েছেন। যার ঝলক দোলের দিন থেকেই পাওয়া যাচ্ছিল। সোনামণির সঙ্গে অভিনেতা প্রতীক সেনের নতুন করে সম্পর্কে জড়ানোর খবর নিয়ে সরগরম টেলিপাড়া। দোলের দিনই সামনে এসেছিল প্রতীক ও সোনামণির রঙে মাখামাখি ছবি। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের অভিনেত্রীর পোস্ট ঘিরে প্রেমে পড়ার জল্পনা তুঙ্গে।
রবিবার সন্ধ্যেতে সোনামণি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি মুখ রেখেছেন কারোর হাতের তালুর ওপর। না, সেই ব্যক্তির মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। সোনামণি একেবারে ঘরোয়া লুকসেই ধরা দিয়েছেন। খোলা চুল ও চোখে চশমা। ঠোঁটে স্মিত হাসি। এই ছবির নীচে সাদা রঙের হার্ট ইমোজি আর সঙ্গে লেখা আমার সবকিছু। এই ছবির নেপথ্যে বাজছে এক্স=প্রেম ছবির ভালোবাসার মরশুমের কিছু লাইন। অভিনেত্রী এর আগে আরও একটি পোস্ট করেন যেখানে এড শিরানের পারফেক্ট গানের ফিমেল ভার্সন। আর এই দুই পোস্ট দেখে দুয়ে দুয়ে চার করতে একেবারেই সময় নেবে না যে সোনামণি সম্পর্কে জড়িয়েছেন।
দোলের দিনই প্রতীক সেনের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁর সম্পর্কে জড়ানোর খবরে ঘি যোগ করে তা উস্কে দিয়েছেন কিছুটা। দোলের দিন সোনামণি একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সাদা রঙের টপে, কানে ঝুমকা, একেবারে কোনও মেকআপ নেই। গালে-কপালে হলুদ-গোলাপি আবির আর ঠোঁটে এক চিলতে হাসি। তাঁর পিছনেই দাঁড়িয়ে প্রতীক, নীল ও হলুদ টি-শার্টে। কপালে বড় করে গোলাপি রঙের আবিরের টিকা। অভিনেত্রীর কপালে প্রতীকের গাল আর সোনামণিতে আলতো করে ধরে এই সেলফি নেওয়া। এই ছবি পোস্ট করে সোনামণি লিখেছেন, হোলি হোক হ্যাপি। সোনামণি ও প্রতীকের জীবনে কি তবে লাগল নতুন করে বসন্তের রং? ছবি দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা।
এর আগে সোনামণি ও প্রতীকের প্রেমচর্চা নিয়ে টেলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে। যদিও কখনই তাঁরা এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এরপরই দুরত্বের সৃষ্টি হয়। সম্প্রতি এক চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সোনামণি ও প্রতীকের দেখা বহুদিন পর। সেখান থেকেই ফের কথাবার্তা শুরু হয়। আর সেই কথাবার্তা শুরুর পরই দোলের দিন দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সকলের মনেই সন্দেহ জাগছে আবারও কি পুরনো প্রেম কাছাকাছি এল?
এক সময় তাঁদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল টেলিপাড়া। যদিও সেই প্রেমের খবরে প্রকাশ্যে সিলমোহর দেননি তাঁরা। তবে সময় বহমান। একদা চর্চিত জুটির প্রেম ভাঙে। তার পর থেকে সে ভাবে কোথাও দেখা যায়নি তাঁদের। তবে তাঁদের আবার মিলিয়ে দিল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। গত বছরই সোনামণির ডিভোর্স হয়েছে। তাহলে কি প্রতীক সেনের সঙ্গেই নতুন করে সম্পর্কের সূচনা করলেন সোনামণি?