Advertisement

Television Gossip: 'নোংরা চরিত্রটা সবার সামনে...', সুস্মিতাকে কটাক্ষ 'প্রাক্তন' প্রেমিক অনির্বাণের?

Television Gossip: ছোটপর্দার চেনা মুখ সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’ থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে সুস্মিতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার ওপর সহ-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা দে-এর সম্পর্কের চর্চাও বেশ তুঙ্গে।

কাকে কটাক্ষ করে পোস্ট সুস্মিতার প্রাক্তনের?কাকে কটাক্ষ করে পোস্ট সুস্মিতার প্রাক্তনের?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2025,
  • अपडेटेड 1:14 PM IST
  • ছোটপর্দার চেনা মুখ সুস্মিতা দে।

ছোটপর্দার চেনা মুখ সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’ থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে সুস্মিতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার ওপর সহ-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা দে-এর সম্পর্কের চর্চাও বেশ তুঙ্গে। গত বছরই দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেন সুস্মিতা। যদিও এই ব্রেকআপের কারণ কী তা জানা যায়নি। এরপর থেকেই সুস্মিতা ও অনির্বাণের রাস্তা আলাদা হয়ে যায়। এরই মাঝে ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সুস্মিতার প্রাক্তন অনির্বাণ। 

সম্প্রতি অনির্বাণ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, 'ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লোকানোর জায়গা পাবে তো? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ভাল মানুষের মুখোশ নষ্ট করার জন্য। নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে।' তবে সুস্মিতার প্রাক্তন এই পোস্ট কার জন্য করেছেন, সেটা বলেননি। যদিও মনে করা হচ্ছে এটা সুস্মিতা দে-কে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। অনির্বাণের এই পোস্টের নীচে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এই পোস্ট কার জন্য। 

সুস্মিতার প্রাক্তন অনির্বাণ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। তিনি বিজ্ঞাপন জগতের মানুষ। এতদিন দুজনের সোশ্যাল মিডিয়ায় ভরা থাকত একে-অপরের সঙ্গে প্রেমমাখা ছবি। সুস্মিতার জন্মদিনের দিনই আংটি পরিয়ে বাগদানও সারেন অনির্বাণ। দুজনে একসঙ্গে নতুন ফ্ল্যাটও কিনেছিলেন। কিন্তু কথা সিরিয়াল শুরু হওয়ার পর পরই তাঁদের মধ্যে দুরত্বের সৃষ্টি হয়। এরপরই ব্রেকআপ হয়ে যায় তাঁদের। এই বিষয়ে সুস্মিতা মুখ না খুললেও অনির্বাণ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছিলেন যে তাঁদের সম্পর্ক ভেঙেছে ব্যক্তিগত কারণে। 

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের সঙ্গে অভিনয় জগতে পা রাখেন সুস্মিতা। এরপর ‘বউমা একঘর’ ধারাবাহিকে দেখা মিলেছিল তাঁর। যদিও মাত্র তিন মাসেই বন্ধ হয় সেই মেগা। তারপর করেন পঞ্চমীতে কাজ। আর এখন চলছে কথা। সবকিছু ঠিকঠাক থাকলে অনির্বাণের সঙ্গেই বিয়ে হত সুস্মিতার। কিন্তু এই মুহূর্তে সুস্মিতা ও সাহেবের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। যদিও এই নিয়ে সাহেব ও সুস্মিতা বলেছেন তাঁদের মধ্যে সেরকম কোনও সম্পর্ক নেই। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement