Advertisement

Sweta Bhattacharya: 'তুকতাক' করেন শ্বেতা? টেলিপাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নায়িকা

Sweta Bhattacharya: টেলিপাড়া সরগরম অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে। একাধিক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। স্লিভলেস পোশাক না পরা থেকে শরীর দেখাতে আসিনি, এই ধরনের নানান মন্তব্য নিয়ে টেলি দুনিয়ায় চলছে জোর তরজা। আর এরই মাঝে শ্বেতার আরও একটি বিষয় নিয়ে চর্চা চলছে জোরদার।

শ্বেতা ভট্টাচার্যশ্বেতা ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2025,
  • अपडेटेड 11:16 AM IST
  • টেলিপাড়া সরগরম অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে।

টেলিপাড়া সরগরম অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে। একাধিক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। স্লিভলেস পোশাক না পরা থেকে শরীর দেখাতে আসিনি, এই ধরনের নানান মন্তব্য নিয়ে টেলি দুনিয়ায় চলছে জোর তরজা। আর এরই মাঝে শ্বেতার আরও একটি বিষয় নিয়ে চর্চা চলছে জোরদার। কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের নায়িকার ওপর অভিযোগ উঠেছে ব্ল্যাক ম্যাজিক করার। নায়িকা নাকি 'তুকতাক' করেন। যদিও এই অভিযোগ বহুদিন ধরেই উঠছে তাঁর বিরুদ্ধে। আর এইসব নিয়ে ফের আরও একবার সরব হলেন শ্বেতা। 

এক সংবাদমাধ্য়মের কাছে শ্বেতা জানিয়েছেন যে তিনি অনেক জায়গা থেকেই নাকি শুনতে পেয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা রুবেল দাসকে নাকি নায়িকার মা বশ করেছেন। শুধু তাই নয়, শ্বেতার দাদাও নাকি মারা গিয়েছে এইসব ব্ল্যাক ম্যাজিক করার কারণেই। শ্বেতা এ প্রসঙ্গে বলেন, আমি জানিনা এই কথাগুলোর সূত্রপাত কোথা থেকে, কিন্তু যে এই কথাগুলো রটাচ্ছে, তাঁরা ঠিকই একদিন শাস্তি পাবে। আমি আজ পর্যন্ত কাউকে কখনও নোংরামো করার কথা ভাবতেও পারিনি। শ্বেতা আরও বলেন, আমার মাকে প্রতিনিয়ত এর শিকার হতে হয়েছে। আমি কথাগুলো উড়িয়ে দিই, পাত্তা দিই না কারোর কথায়। 

শ্বেতা এও বলেন, আমি যদি কাউকে ব্যাক ম্যাজিক করে থাকি, তাহলে তার ফল আমি অবশ্যই পাব। নায়িকা বলেন যে আজকে তাঁকে বিভিন্ন চ্যানেল-ওয়েব সিরিজে কাজ করার জন্য ডাকছে, একসঙ্গে এতজনকে ব্ল্যাক ম্যাজিক করে বশ করা যায়, নায়িকার এই নিয়ে নিজেরই সংশয় রয়েছে। প্রসঙ্গত, শ্বেতার বিরুদ্ধে আগেই এই ব্ল্যাক ম্যাজিক করার অভিযোগ উঠেছিল। অভিনেত্রী নাকি 'তুকতাক' করতে সিদ্ধহস্ত। আর এইসব জানাজানি হতেই সবাই সাবধান হয়ে যায়। 

টেলিপাড়ায় গুঞ্জন এও শোনা যায় যে নায়িকা যে বোতল থেকে জল খান, সেই জল নাকি কেউ খায় না। তবে সবটাই টেলিপাড়ার অন্দরের কানাঘুঁসো। এ নিয়ে কোনও সময়ই শ্বেতাকে মুখ খুলতে দেখা যায়নি। তবে এবার একাধিক বিষয়ের সঙ্গে এই ব্ল্যাক ম্যাজিক ও তুকতাক করার বিষয়টিও সামনে আসে। আর এইবার এ নিয়ে মুখ না খুলে থাকতে পারলেন না নায়িকা শ্বেতা। এই বছরই অভিনেতা রুবেলের সঙ্গে বিয়ে করেছেন শ্বেতা। সদ্য শেষ হয়েছে নায়িকার কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল। মন খারাপ সব বিষয়টা নিয়েই। তবে এই কয়েকটা দিন পরিবারের সঙ্গেই কাটাবেন নায়িকা। রুবেলের সঙ্গে হানিমুনেও যেতে পারেন কারণ বিয়ের পর তাঁদের কাজের ব্যস্ততার জন্য মধুচন্দ্রিমা সারা হয়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সম্ভবত দুর্গাপুজোর পর জি বাংলার নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যেতে পারে শ্বেতাকে।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement