Advertisement

Swikriti Majumder: বিকিনিতে সি-বিচে রোদ পোহাচ্ছেন স্বীকৃতি, Vacation-এ 'মেয়েবেলা'র মৌ

Swikriti Majumder: টেলিপাড়ার অত্যন্ত চেনামুখ স্বীকৃতি মজুমদার। মেয়েবেলা সিরিয়ালে সকলের নজর কাড়েন স্বীকৃতি। এই সিরিয়াল শেষ হতেই নায়িকাকে দেখা যায় আলোর কোলে সিরিয়ালে। তবে এই সিরিয়ালের পর সেভাবে আর ছোটপর্দায় তাঁকে দেখা যায়নি।

স্বীকৃতি মজুমদারস্বীকৃতি মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2025,
  • अपडेटेड 4:34 PM IST
  • টেলিপাড়ার অত্যন্ত চেনামুখ স্বীকৃতি মজুমদার।

টেলিপাড়ার অত্যন্ত চেনামুখ স্বীকৃতি মজুমদার। 'মেয়েবেলা' সিরিয়ালে সকলের নজর কাড়েন স্বীকৃতি। এই সিরিয়াল শেষ হতেই নায়িকাকে দেখা যায় 'আলোর কোলে' সিরিয়ালে। তবে এই সিরিয়ালের পর সেভাবে আর ছোটপর্দায় তাঁকে দেখা যায়নি। তাঁর পেশাগত জীবনের চেয়ে বেশি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন স্বীকৃতি। সেরকমই হঠাৎ করেই ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে চলে গেলেন নায়িকা। আর সেখান থেকে বোল্ড অবতারে ছবি দিতেই ভিরমি খাচ্ছে নেটপাড়া।

বালিতে ছুটি উপভোগ করছেন স্বীকৃতি। সোশ্যাল মিডিয়ায় তারই ঝলক মিলেছে। কখনও লাল-কালো মনোকিনিতে ধরা দিয়েছেন তিনি আবার কখনও বা ঝর্নার জলে তাঁকে স্নান করতে দেখা গিয়েছে। প্রিন্টেড ব্রালেট ও কালো রঙের শর্ট পরে তাঁকে ঝর্নার জলে স্নান করতে দেখা গিয়েছে। কখনও বা নীল সমুদ্রের ঝলে ঝাঁপ দিচ্ছেন নায়িকা, নীল মনোকিনিতে ঘোড়ার পিঠে চেপে ঘুরছেন সি-বিচে। আবার তাঁকে দোলনা দুলতেও দেখা গিয়েছে। বালিতে নাইট লাইফও দারুণ উপভোগ করেছেন নায়িকা। 

স্বীকৃতির ছবি ও ভিডিও দেখে মনে হচ্ছে তিনি সোলো ট্রিপেই গিয়েছেন। একেবারে নিজের মতো করে জীবনকে উপভোগ করছেন স্বীকৃতি। নায়িকার সোশ্যাল মিডিয়া ঢুঁ মারলেই একাধিক বোল্ড অবতারের ছবি-ভিডিও নজরে আসবে। প্রায়ই তাঁকে এরজন্য ট্রোলড হতে হয়। তবে সেইসব বিষয়কে পাত্তা না দিয়ে নিজের মতো করে চলতেই ভালোবাসেন স্বীকৃতি। মেয়েবেলা সিরিয়ালে মউ ও ডোডো অর্থাৎ স্বীকৃতি ও অর্পণের জুটি খুবই পছন্দ হয়েছিল দর্শকদের। নায়িকার অভিনয়ও সকলের নজর কেড়েছিল। 

গত বছর সেপ্টেম্বরেই বিয়ে সেরেছেন স্বীকৃতি। সোশ্যাল মিডিয়ায় নায়িকার বিয়ের ছবি ভাইরাল হয়। তবে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বিয়ের কোনও ছবি নেই। নায়িকার যে সমস্ত ছড়িয়ে পড়েছে তা দেখে বোঝা যাচ্ছে, বাঙালি মতে নয় অবাঙালি মতে বিয়ে করেছেন। নায়িকার স্বামীর নাম নাকি রাহুল। প্রকাশ্যে যদিও কোনও কিছু বলতেই নারাজ অভিনেত্রী। স্বীকৃতির কথায়, তিনি ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগতই রাখতে চান। আগামীতে মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বিষণ্ণ' ছবিতে দেখা যাবে তাঁকে। তবে এরই মধ্যে আরও একটি ছবির কাজ শেষ করলেন স্বীকৃতি। অভিনেত্রীকে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এ দেখা যাবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement