ছোটপর্দায় দারুণ জনপ্রিয় তিয়াসা লেপচা। খুব অল্প সময়ের মধ্যেই তিয়াসা জনপ্রিয়তা অর্জন করেছেন। কাজ করেছেন ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’, ‘রোশনাই’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে। তবে অভিনয়ের পাশাপাশা তিয়াসার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না। অভিনেতা সুবান রায়ের সঙ্গে ডিভোর্সের পর এখন অভিনেত্রী মন দিয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সোহেল দত্তকে। তাঁর সঙ্গেই এদিকে ওদিকে দেখা যাচ্ছে নায়িকাকে। এবার হবু শাশুড়ির জন্মদিনও পালন করলেন তিয়াসা। যদিও এখনই সোহেল ও তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই।
খুব ছিমছামভাবেই সোহেলের মায়ের জন্মদিন সেলিব্রেট করেন তিয়াসা। এদিন তিয়াসা ও ছেলে সোহেলের সঙ্গে কেক কেটে নিজের বিশেষ দিনটি উদযাপন করেছেন সোহেলের মা। তিয়াসার সঙ্গে যে তাঁর সম্পর্ক বেশ ভালো এখানে তা বেশ বোঝা যাচ্ছে। তিয়াসা এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমার সবথেকে পছন্দের মানুষ, পৃথিবীর সেরা মা। শুভ জন্মদিন। হবু শাশুড়ির সঙ্গে তিয়াসার সম্পর্ক যে বেশ ভাল তা বোঝাই যাচ্ছে। কিছুমাস আগেই তিয়াসা তাঁর সঙ্গে সোহেলের সম্পর্কে সিলমোহর দিয়েছেন।
মাঝে সোহেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তা সামনে আনার আগেই তাঁদের ব্রেকআপ হয়ে যায়। পরে মান-অভিমান ভুলে আবার তাঁরা কাছাকাছি আসেন। শ্যুটিংয়ের চাপ সামলে প্রায়ই সোহেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। ভালোবাসা যে তাঁদের বেশ জোরদার রয়েছে এখনও সেই প্রমাণ দিতে মাঝেমাঝেই প্রেমিককে নিয়ে নানা পোস্টও শেয়ার করেন তিয়াসা। এর আগে অভিনেত্রী খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেতা সুবান রায়কে। কিন্তু তিয়াসার প্রথম বিয়ে ভেঙে যায়। এখন সোহেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
অভিনেত্রী হিসাবে তিয়াসার অভিনয় বেশ প্রশংসিত। তাঁকে শেষ দেখা গিয়েছিল রোশনাই সিরিয়ালে। কদিন আগে সেই সিরিয়ালও শেষ হয়েছে। মাত্র সাতমাস হয়েছিল তিয়াসা যোগ দিয়েছিলেন রোশনাইতে। তবে অল্পদিনের মধ্যেই চরিত্রটির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পরৃ এখন হাতে অনেকটাই সময় রয়েছেন তিয়াসার। অপরদিকে, সোহেলকে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি সিরিয়ালে।