Advertisement

Tiyasha Lepcha: শ্যুটিং সেটে গুরুতর চোট পেলেন তিয়াসা, কেমন আছেন টেলি নায়িকা?

টেলিভিশন দুনিয়ায় তিয়াসা লেপচা বেশ জনপ্রিয়। সম্প্রতি তাঁকে প্রেমিক সোহেল দত্তের সঙ্গে শাসক দলের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে তিয়াসা অভিনয় করছেন 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে। এখানে তিনি সুরূপা নামেই পরিচিত।

তিয়াসা লেপচাতিয়াসা লেপচা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 10:45 AM IST
  • টেলিভিশন দুনিয়ায় তিয়াসা লেপচা বেশ জনপ্রিয়।

টেলিভিশন দুনিয়ায় তিয়াসা লেপচা বেশ জনপ্রিয়। সম্প্রতি তাঁকে প্রেমিক সোহেল দত্তের সঙ্গে শাসক দলের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে তিয়াসা অভিনয় করছেন 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে। এখানে তিনি সুরূপা নামেই পরিচিত। আর এই সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই রক্তারক্তি কাণ্ড বাঁধালেন ছোটপর্দার নায়িকা। ঠিক কী হয়েছে তিয়াসার সঙ্গে?

প্রতিদিনের মতোই শ্যুটিং করছিলেন তিয়াসা। আর সেই সময়ই ঘটে গেল বিপদ। শ্যুটিংয়ের আগে তিয়াসাকে বলা হয়েছিল যে তিনি একটি বড় ফুলদানি ছুঁড়ে ফেলবেন। চিত্রনাট্য অনুযায়ী শটও দিতে গিয়েছিলেন তিয়াসা। সেই লোহার ফুলদানি ছুঁড়তে গিয়েই বিপদ ঘটল। তিয়াসা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু তা হয়নি। তিয়াসা জানিয়েছেন লোহার ফুলদানি ছুঁড়তে গিয়ে তাঁর হাঁটুতে এসে লাগে। হাঁটু অনেকটাই কেটে গিয়েছে। রক্ত বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন নেন নায়িকা। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিয়াসা। 

তিয়াসা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন। একাধিক রিল ভিডিওতে তাঁকে দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে অভিনেতা সোহেল দত্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। গত বছর থেকেই তিয়াসা ও সোহেলের প্রেমচর্চা বেশ তুঙ্গে। মাঝে তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও এখন ফের সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। দুজনেই চুটিয়ে প্রেম করছেন তিয়াসা ও সোহেল। কিছু দিন আগে সোহেলের মামাবাড়ির কালীপুজোতেও সক্রিয় ভাবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এখনই তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। দুজনেই ব্যস্ত কেরিয়ার নিয়ে।

কালীপুজোর রাতে তিয়াসাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও দেখা গিয়েছিল। তাঁকে মুখ্যমন্ত্রীর পাশে বসে পুজো দেখতে দেখা যায়। এরপরই জল্পনা তুঙ্গে ওঠে যে ছাব্বিশের ভোটে কি দাঁড়াতে পারেন তিয়াসা। তবে না, সেরকম কিছু নয় বরং সোহেল দত্ত তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলা যেতে পারে। ২১ জুলাই থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে সোহেলকে দেখতে পাওয়া যায়। মাঝে সোহেল বিজেপিতে যোগ দিলেও এখন তিনি ফের তৃণমূলে ফিরে এসেছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement