Advertisement

Tonni Laha Roy: কাঁধ থেকে খুলে পড়েছে কালো টপ, আলো আঁধারিতে বোল্ড লুকে 'মিঠাই'-র তোর্সা

Tonni Laha Roy: ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী আজও তোর্সা নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্বী লাহা রায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। মিঠাই-এর পর তন্বীকে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি। বরং তিনি বড়পর্দায় মন দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তন্বী বেশ অ্যাক্টিভ থাকেন।

তন্বী লাহা রায়তন্বী লাহা রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 12:51 PM IST
  • মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্বী লাহা রায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।

ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী আজও তোর্সা নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্বী লাহা রায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। মিঠাই-এর পর তন্বীকে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি। বরং তিনি বড়পর্দায় মন দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তন্বী বেশ অ্যাক্টিভ থাকেন। নিজের একাধিক ছবি-ভিডিও শেয়ার করে থাকেন সেখানে। সেরকমই কিছু ছবি শেয়ার করেছেন তন্বী। যেখানে তাঁর সাহসী অবতার ফুটে উঠেছে। 

তন্বী যে ছবিগুলো শেয়ার করেছেন তা বেশ আলো আঁধারিতে ঘেরা। লাল রঙের প্রিন্টেড প্যান্ট ও কালো রঙের টপ। তবে সেই টপ কাঁধ থেকে ঘুরে পড়েছে, আলুথালু চুল আর হাতে ধরা বেগুনি রঙের চন্দ্রমল্লিকা। তন্বীর বক্ষবিভাজিকা এই ছবিতে স্পষ্ট। অভিনেত্রীর সৌন্দর্য বাড়িয়েছে তাঁর সেপ্টাম ও নাকফুল। তন্বীর আবেদনময়ী ভঙ্গীমা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। তাঁর এই রূপের প্রশংসা করেছেন নেট নাগরিকেরা।

 

গত বছর তন্বীর জীবনে পরপর বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। গত বছরের মে মাসে তন্বী হারিয়েছেন তাঁর মাকে। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল একেবারে অন্যরকম। তাই মাকে হারিয়ে তন্বী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে আবেগঘন চিঠিও লেখেন মিঠাইয়ের তোর্সা। তবে মাকে যেমন হারিয়েছেন তেমনই গত বছর তাঁর জীবনে প্রেমও এসেছে। অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তন্বী। রাজদীপেরও মা মারা গিয়েছেন আর তন্বীর সঙ্গে এই সূত্রেই তাঁদের কাছাকাছি আসা। 

মিঠাই সিরিয়ালে তন্বীর তোর্সা চরিত্রটি নেগেটিভ হলেও ছিল বেশ টক-মিষ্টি। দর্শকদের কাছে তোর্সা বেশ পছন্দের চরিত্রই ছিল। এই সিরিয়ালের মাধ্যমেই সৌমিতৃষা তথা মিঠাই-র সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনকে প্রায়ই রিলস ভিডিও করতে দেখা যেত। কিন্তু পরে সেই সম্পর্কে চিড় ধরে। যদিও তন্বীর মা মারা যাওয়ার পর সৌমিতৃষা যোগাযোগ করলে সেই বন্ধুত্ব ফের জোড়া লাগে। কিন্তু এখন আর তন্বী ও সৌমিতৃষাকে একসঙ্গে দেখা যায় না।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement