Advertisement

Ushasi Chakraborty: গোয়া সি-বিচে খোলামেলা পোশাকে ঊষসী, 'আসুন ট্রোল করুন' বললেন জুন আন্টি

Ushasi Chakraborty: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ঊষসী রায় এক পরিচিত মুখ। এই মুহূর্তে ছোটপর্দায় ঊষসীকে দেখা যাচ্ছে রোশনাই সিরিয়ালে। তবে ঊষসী পরিচিত শ্রীময়ী সিরিয়ালের জন্য। এই সিরিয়ালে তাঁর জুন আন্টি চরিত্রটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করে।

ঊষসী চক্রবর্তীঊষসী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 12:41 PM IST
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ঊষসী রায় এক পরিচিত মুখ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ঊষসী রায় এক পরিচিত মুখ। এই মুহূর্তে ছোটপর্দায় ঊষসীকে দেখা যাচ্ছে রোশনাই সিরিয়ালে। তবে ঊষসী পরিচিত শ্রীময়ী সিরিয়ালের জন্য। এই সিরিয়ালে তাঁর জুন আন্টি চরিত্রটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করে। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। যেটাই করেন একেবারে নিজের মতো করে, নিজের শর্তে করে থাকেন। এই মুহূর্তে গোয়াতে রয়েছেন ঊষসী আর সেখান থেকেই ট্রোলারদের উদ্দেশ্যে দিলেন এক বিশেষ বার্তা। 

বরাবরই ভীষণভাবে সাহসী ঊষসী। সেটা তাঁর আচরণই হোক অথবা তাঁর পোশাক। সবেতেই অভিনেত্রী দারুণভাবে বোল্ড। আর এই পোশাকের জেরেই মাঝে মাঝে অভিনেত্রীকে ট্রোলের মুখে পড়তে হয়। কিন্তু এইসব কিছুকে ডোন্ট কেয়ার করেন তিনি। গোয়ার সমুদ্রের ধার থেকে ঊষসী একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে ডেনিমের শর্টস ও লাল রঙের ক্রপ টপে দেখা যায়। এই পোশাকে তাঁর উন্মুক্ত পেট দেখা যাচ্ছে। এইরকম খোলামেলা পোশাক পরে ঊষসী বলেন যে তাঁর ছবি অঙ্ক কি কঠিন ইফি-তে মনোনীত হয়েছে তাই ছবির পুরো টিমের সঙ্গে তিনিও গোয়াতে। এরপরই অভিনেত্রীকে বলতে শোনা যায় যে গোয়া তাঁর সব সময়ই প্রিয় জায়গা। আর সমুদ্রের ধার তাঁর ভাল লাগে তাই এখানে তিনি চিল করছেন। 

এই ভিডিও শেয়ার করে ঊষসী ক্যাপশনে লিখেছেন, যেখানেই যাই না কেন, যেরকম পোশাকই পরি না কেন, না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ। এরপর তিনি আরও লেখেন, 'ট্রোল অনুরাগীদের জন্য সুবর্ণ সুযোগ। আসুন ট্রোল করুন। এ সুযোগ হারাবেন না।' আসলে ঊষসীকে সবসময়ই কোনও কোনও বিষয় নিয়ে ট্রোলের মুখে পড়তে দেখা যায়। মাঝে মাঝে তিনি চুপ করে থাকেন আবার মাঝে মাঝে ট্রোলারদের মোক্ষম জবাব দেন। 

আরজি কর-কাণ্ডের পর থেকেই ঊষসীকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। কখনও দেখা গিয়েছে ডাক্তারদের ধর্না মঞ্চে আবার কখনও বা দেখা গিয়েছে রাস্তায় নেমে স্লোগান তুলতে। আর এইসব নিয়ে ট্রোলের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। আরজি কর কাণ্ডের প্রথম দিন থেকেই সরব ছিলেন ঊষসী। পথে নেমে আমজনতার সঙ্গে মিশে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন। তাঁর প্রতিবাদী কণ্ঠ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। সম্প্রতি সেটা নিয়েও অভিনেত্রীকে বিপদে পড়তে দেখা গিয়েছে। ওই ঘটনাকে ঘিরে তাঁর নামে ঘুরছে ভুয়ো পোস্ট। বেশ কয়েকদিন ধরেই হোয়াটস অ্যাপে একটি পোস্ট দেখা যাচ্ছিল। যার নীচে নাম ছিল ঊষসী চক্রবর্তীর। তাঁর ওয়াল থেকেই নাকি পোস্টটি সংগ্রহ করা হয়েছে। সেখানে আবার বেশ কিছু মানুষের ছবি দিয়ে লখা, তাঁরা সন্দীপ ঘনিষ্ঠ। এই ঘটনায় খুবই বিরক্ত হন ঊষসী। ফেসবুকে একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করে জানিয়েছেন, এটি তাঁর পোস্ট নয়।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement