Advertisement

Rubel-Sweta: জন্মদিনে শ্বেতাকে কাঁদালেন রুবেল, কী এমন করলেন নায়ক? VIDEO

Rubel-Sweta: টেলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবে পরিচিত রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন এই জুটি। টেলিপাড়াতেও শ্বেতা ও রুবেল যথেষ্ট জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। নিজেদের ব্যস্ততার মাঝেও একে-অপরের জন্য সময় ঠিক বের করে নেন তাঁরা।

শ্বেতা-রুবেল ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামশ্বেতা-রুবেল ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2024,
  • अपडेटेड 12:58 PM IST
  • টেলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবে পরিচিত রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য।

টেলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবে পরিচিত রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন এই জুটি। টেলিপাড়াতেও শ্বেতা ও রুবেল যথেষ্ট জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। নিজেদের ব্যস্ততার মাঝেও একে-অপরের জন্য সময় ঠিক বের করে নেন তাঁরা। নিজেদের আদুরে মুহূর্তের ছবিও পোস্ট করতে ভোলেন না। আর এরই মাঝে ছিল শ্বেতার জন্মদিন। প্রেমিকার জন্মদিন আর রুবেল বিশেষ কিছু করবে না তা তো হয় না। শ্বেতাকে তাঁর জন্মদিনের দিনই দিলেন বিশেষ সারপ্রাইজ। যা দেখে চোখে জল এল অভিনেত্রীর। 

সাদা,হলুদ, কালো বেলুনে সাজানো ছাদ। আলো, সূর্যমুখী ফুল আর সবুজে সাজানো চারদিক। আর তার মাঝে রুবেল-শ্বেতার কিছু ছবি। প্রেমিকার জন্মদিনে এভাবেই ঠিক স্বপ্নের মতো করে সাজিয়েছিলেন রুবেল। শ্বেতাকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য রুবেল শ্বেতার জন্য এনেছিলেন কেক, উপহার। কিন্তু এতকিছুর মাঝে শ্বেতার মন কেড়েছে রুবেলের একটি বিশেষ বিষয়। যেটা ভিডিও পোস্ট করে নিজেই জানিয়ে দিলেন শ্বেতা। 

নায়িকা একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে রুবেলকে দেখা গিয়েছে শাহরুখ-অনুষ্কার ছবি রব নে বনা দি জোড়ির জনপ্রিয় গান তুঝ মে রব দিখতা হ্যায়-তে পারফর্ম করতে। রুবেলের এই নাচ দেখে শ্বেতার চোখে জল চলে এসেছিল। ভিডিওতে সেটাও ধরা পড়েছে। এই ভিডিও শেয়ার করে কোন গোপনে মন ভেসেছে নায়িকা লেখেন, আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি আর আমাকে ডেডিকেট করে তোর করা নাচ। বাবাই সত্যি আমি তোর জীবনে এতটা স্পেশাল? আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রখবো বাবাই,কথা দিলাম। আর একটা কথা এই ভাবেই ভালোবাসিস,এই ভাবেই পাশে থাকিস। কথা দিচ্ছি তোকেও আগলে রাখব। রুবেলের থেকে এত ভালোবাসা পেয়ে শ্বেতা সত্যিই আপ্লুত। 

একে-অপরকে বহুদিন ধরে চিনলেও তাঁদের প্রেম শুরু হয় যমুনা ঢাকি সিরিয়াল সেটে। এখন তো বেশ কয়েক বছর ধরেই তাঁরা প্রেম করছেন। মাঝে মাঝেই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন। তাঁদের সম্পর্ক নিয়ে দুই পরিবারও বেশ খুশি। শোনা যাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই নাকি রুবেল-শ্বেতা ছাদনাতলায় যাচ্ছেন। বিয়ের প্রস্তুতিও একটু একটু করে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে শ্বেতাকে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুর সঙ্গে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আর রুবেলকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement