Advertisement

Sandipta Sen: সন্দীপ্তাই নাকি রানী ভবানী? সত্যিটা জানিয়ে দিলেন খোদ নায়িকা

Sandipta Sen: কিছুদিন আগেই দুই জনপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 'রানী ভবানী' সিরিয়ালের। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই চরিত্রকে নিয়ে দুই চ্যানেলের টিজারই সামনে আসে। ইতিমধ্যেই স্টার জলসার পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে রাজনন্দিনী পালকে দেখা যাবে রানী ভবানী রূপে। কিন্তু জল্পনা চলছে জি বাংলায়।

সন্দীপ্তা সেন ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামসন্দীপ্তা সেন ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2025,
  • अपडेटेड 9:53 AM IST
  • কিছুদিন আগেই দুই জনপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 'রানী ভবানী' সিরিয়ালের।

কিছুদিন আগেই দুই জনপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 'রানী ভবানী' সিরিয়ালের। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই চরিত্রকে নিয়ে দুই চ্যানেলের টিজারই সামনে আসে। ইতিমধ্যেই স্টার জলসার পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে রাজনন্দিনী পালকে দেখা যাবে রানী ভবানী রূপে। কিন্তু জল্পনা চলছে জি বাংলায়। তাঁদের চ্যানেলে রানী ভবানী কে হবেন, তা নিয়েই জোর জল্পনা। শোনা যাচ্ছিল দুই নায়িকার নাম, স্বস্তিকা দত্ত ও সন্দীপ্তা সেন। সেই নিয়েই চলছিল নানান ধরনের খবরা-খবর। জি বাংলায় রানী ভবানী কে হবেন, তা নিজেই জানালেন সন্দীপ্তা। 

সম্প্রতি স্টার জলসা চ্যানেলের তরফেই ঘোষণা করে দেওয়া হয়, রাজনন্দিনী পালকে দেখা যাবে ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ধারাবাহিকে। তা হলে কি সন্দীপ্তা সেন জি বাংলা চ্যানেলে রানী ভবানীর চরিত্রে কাজ করবেন? এমন প্রশ্ন ঘুরছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়ে সন্দীপ্তা পরিষ্কার করে জানিয়ে দেন যে তিনি এখনই ধারাবাহিকে ফিরছেন না। আর এটা দেখ একেবারেই স্পষ্ট যে রানী ভবানী চরিত্রে সন্দীপ্তাকে দেখা যাবে না।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অভিনেত্রী তাঁর ফেসবুক পেজে লেখেন, বিগত কিছুদিন ধরে অনেকেই আমাকে ফোন করে জানতে চাইছেন, আমি একটি বড় টিভি চ্যানেলের জন্য কোন মেগা সিরিয়ালে অভিনয় করছি কি না? কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, এই খবরটি একেবারেই সত্য নয়। সন্দীপ্তা আরও লেখেন, আমি জানি, আপনারা অনেকেই আমাকে আবার ছোট পর্দায় দেখতে চান—আপনাদের এই ভালোবাসা ও অপেক্ষার জন্য আমি চিরকৃতজ্ঞ। অবশ্যই ফিরব, তবে তখনই যখন সত্যিই মন ছুঁয়ে যাওয়া কোনও চরিত্রে কাজের সুযোগ আসবে। এই মুহূর্তে আমি কোনও সিরিয়ালে কাজ করছি না। যখন করব, নিশ্চয়ই নিজেই জানাবো আপনাদের। যাঁরা আগেই শুভেচ্ছা জানিয়েছেন বা খুশি হয়েছেন, তাঁদের সবার প্রতি ভালোবাসা ও ধন্যবাদ।

সন্দীপ্তার এই পোস্ট থেকেই স্পষ্ট যে তিনি ধারাবাহিকে তো ফিরছেনই না, রানী ভবানী চরিত্রেও তাঁকে দেখা যাবে না। আগে জি বাংলার রানী ভবানী চরিত্রের জন্য শোনা যাচ্ছিল স্বস্তিকা দত্তের নাম। এমনকী অভিনেত্রীর সঙ্গে নাকি চ্যানেল কর্তৃপক্ষের কথাবার্তাও হয়ে গিয়েছিল। কিন্তু না, রানী ভবানী চরিত্রে দেখা যাবে না স্বস্তিকাকে। সন্দীপ্তাও ফিরছেন না ধারাবাহিকে। এই পরিস্থিতিতে জি বাংলায় রানী ভবানী চরিত্রে কোন নায়িকাকে দেখা যায়, তা নিয়েই দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement