Advertisement

Writwik Mukherjee: চুপিসারে বিয়ে সারলেন 'আনন্দী' সিরিয়ালের ঋত্বিক, পাত্রী কে জানেন?

Writwik Mukherjee: টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন আগে থেকেই ছিল। পেশায় ডিজিটাল ক্রিয়েটার দিশা দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন ঋত্বিক। তবে এবার সেই সম্পর্ক পরিণতি পেল। চুপিসারে বিয়ে করে নিলেন আনন্দী সিরিয়ালের অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়।

বিয়ে করলেন ঋত্বিক মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 1:48 PM IST
  • টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন আগে থেকেই ছিল।

টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন আগে থেকেই ছিল। পেশায় ডিজিটাল ক্রিয়েটার দিশা দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন ঋত্বিক। তবে এবার সেই সম্পর্ক পরিণতি পেল। চুপিসারে বিয়ে করে নিলেন আনন্দী সিরিয়ালের অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। একেবারে গোপনভাবেই প্রেমিকা দিশার সঙ্গে বিয়ে সারলেন। আনন্দী ধারাবাহিকের নায়ক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, আমাদের এটা শেষ ডেট প্রেমিক-প্রেমিকা হিসাবে। 

সামাজিকভাবে ধুমধাম করে নয় বরং আইনি বিয়ে সারেন দিশা-ঋত্বিক। সোমবার প্রেমিকা দিশা দাসের সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন তিনি। বিয়ের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি ঋত্বিক-দিশা। প্রেমিক-প্রেমিকা হিসেবে নিজেদের ‘লাস্ট ডেট’-এর ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন ঋত্বিক। আইনি বিয়ের পর মঙ্গলবার থেকে ফের শ্যুটিং করছেন অভিনেতা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঋত্বিক ও দিশা তাঁদের ব্য়ক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন। 

‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে সফর শুরু করেন ঋত্বিক। পান জনপ্রিয়তা। তার পর তিনি হন ‘মন দিতে চাই’ সিরিয়ালের সোমরাজবাবু। এখন তিনি ‘আনন্দী’ সিরিয়ালের ডা. আদিদেব লাহিড়ী ওরফে আদি। বিপরীতে রয়েছেন অন্বেষা হাজরা। যাঁর সঙ্গে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন। দিশা ও ঋত্বিকের সম্পর্ক বহুদিনের। যখনই সময় পান, একসঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েন দুজন। সমুদ্র হোক বা পাহাড়, সব জায়গার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন দিশা-ঋত্বিক। সেখানেই প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন অভিনেতা। জানা গিয়েছে, সোমবার ঘণ্টা দুয়েকের মধ্যেই আইনি বিয়ে সেরে নেন দিশা-ঋত্বিক। দিশা নিজেও একজন অভিনেত্রী। আশা করা যায়, ভবিষ্যতে তাঁকেও সিনেমা বা সিরিয়ালে দেখা যাবে। ঋত্বিক কিন্তু আইনি বিয়ে সেরেই আবার মঙ্গলবার থেকে কাজ শুরু করে দিয়েছেন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement