ঠাকুরপুকুরের গাড়ি দুর্ঘটনা ঘুম উড়িয়ে দিয়েছে টলিপাড়ার। রবিবার সাত সকালে ঠাকুরপুকুর বাজারে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পরপর ৬ জনকে পিষে দেয় ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। পরিচালক গ্রেফতার হলেও প্রশ্ন উঠেছে ওইদিন রাতপার্টিতে থাকা অন্যদের নিয়ে। শনিবার অভিযুক্ত পরিচালকের সঙ্গে ছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা, অভিনেত্রী ঋ সেন, আরিয়ান ভৌমিক ও সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। এঁরা সকলেই ভিডিও বৌমা সিরিয়ালের সঙ্গে যুক্ত। রবিবার থেকে তোলপাড় টেলি দুনিয়া। আর এরই মাঝে শোনা গেল, ভিডিও বৌমা থেকে বাদ পড়েছেন স্যান্ডি ও ঋ।
ঠাকুরপুকুরের ঘটনায় নাম জড়িয়েছে স্যান্ডিরও। যদিও স্যান্ডি আজতক বাংলাকে জানিয়েছিলেন যে তিনি পরিচালকের গাড়িতে ছিলেন না, অন্য গাড়িতে ছিলেন। রবিবার যথাসময়ে ভিডিও বৌমার শ্যুটিং সেটেও পৌঁছে যান। কিন্তু তাও শেষরক্ষা হল না। দুদিনের মাথাতেই স্যান্ডিকে সরিয়ে দেওয়া হল স্যান্ডিকে। সিরিয়াল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্যান্ডি। তিনি bangla.aajtak.in-কে বলেন, 'আমাকে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আমি যাতে সংবাদমাধ্যমের কাছে মুখ না খুলি। যেহেতু আমি সেই কথা শুনিনি এবং মিডিয়ার সঙ্গে কথাও বলি, চ্যানেলের সেটা মনে হয় পছন্দ হয়নি। এই ব্যাপারটা নিয়ে তারা এত ঘাঁটাঘাঁটি করতে চাইছেন না মনে হয়। এটাই প্রধান কারণ আমায় সিরিয়াল থেকে বাদ দেওয়ার।'
জানা যাচ্ছে, ভিডিও বৌমা সিরিয়াল থেকে স্যান্ডির চরিত্রটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে, ঋ-র চরিত্র বাদ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে দেখা যাবে নতুন মুখ। তবে নতুন অভিনেত্রীর নাম এখনও জানা যায়নি। যদিও এই নিয়ে ঋ-এর সঙ্গে আজতক বাংলা যোগাযোগ করার চেষ্টা করলে অভিনেত্রী ফোন ধরেননি। গত রবিবার সকাল ৯টা নাগাদ ঠাকুরপুকুর বাজারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছ’জনকে পিষে দেন ভিক্টো। ১০ এপ্রিল পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে আদালতের নির্দেশে। কিন্তু আপাতত মুক্ত শ্রিয়া বসু। চ্যানেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে শ্রিয়া বসু এখনও কাজে যোগ দেননি। তাঁকে নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের আলোচনা চলছে।
ঠাকুরপুকুরের ঘটনা নিয়ে টলিপাড়ায় তোলপাড়। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, রূপাঞ্জনা মিত্র, তৃণা সাহা সহ একাধিক তারকা এই ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছেন।