Advertisement

Television Gossip: পুলিশের উর্দি পরে দাবাং স্টাইল, 'লেডি সিংহম' হয়ে পর্দায় কামব্যাক এই নায়িকার

Television Gossip: পরনে পুলিশের উর্দি, মাথায় টুপি, চোখে সানগ্লাস। এক ঝলক দেখলে চিনতে পারবেন না ইনি আসল না পর্দার পুলিশ অফিসার। টেলিপাড়ার খুবই চেনা মুখ ইনি। সম্প্রতি তাঁর বিয়ে নিয়েও বেশ হইচই পড়েছিল। ছোটপর্দা থেকে বেশ অনেকদিনই দূরে ছিলেন এই নায়িকা। এবার স্বমহিমায় ফিরলেন আনন্দী সিরিয়ালে।

পর্দায় ফিরছেন এই নায়িকাপর্দায় ফিরছেন এই নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 7:14 PM IST
  • পরনে পুলিশের উর্দি, মাথায় টুপি, চোখে সানগ্লাস।

পরনে পুলিশের উর্দি, মাথায় টুপি, চোখে সানগ্লাস। এক ঝলক দেখলে চিনতে পারবেন না ইনি আসল না পর্দার পুলিশ অফিসার। টেলিপাড়ার খুবই চেনা মুখ ইনি। সম্প্রতি তাঁর বিয়ে নিয়েও বেশ হইচই পড়েছিল। ছোটপর্দা থেকে বেশ অনেকদিনই দূরে ছিলেন এই নায়িকা। এবার স্বমহিমায় ফিরলেন আনন্দী সিরিয়ালে। কথা হচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে নিয়ে। একেবারে লেডি সিংহম হয়ে ছোটপর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী স্বীকৃতি। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। 

স্বীকৃতি নিজের তিনটে ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে পুলিশের পোশাকে দেখা গিয়েছে। এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আপনার সামনে উপস্থিত আইপিএস অমৃতা সরকার। এরপর হ্যাশট্যাগ দিয়ে আনন্দী লিখেছেন। আর এটা থেকেই বোঝা গিয়েছে যে এই সিরিয়ালেই ফিরলেন স্বীকৃতি। এর পাশাপাশি স্বীকৃতি একটি ছোট ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে অ্যাকশন করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের ছোটপর্দায় ফেরার খবর আসছিল। তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন সিরিয়াল প্রেমী দর্শকও।

স্বীকৃতি এই সিরিয়ালে যদিও প্রধান চরিত্রে ফেরেননি। আইপিএস চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে এই সিরিয়ালে। ধারাবাহিকে আইপিএস অফিসার 'অমৃতা সরকার'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, স্বীকৃতিকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে। এই মেগা শেষ হতেই তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন দর্শক। এবার নতুন ধারাবাহিকে না হলেও নতুন চরিত্রে দর্শকের মন জয় করতে তৈরি স্বীকৃতি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় স্বীকৃতি। 

তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে বোল্ড অবতারের একাধিক ছবি। উল্লেখ্য, স্বীকৃতির বিয়ে নিয়েও টেলিপাড়ায় বেশ হইচই পড়ে গিয়েছিল। একেবারে চুপিসারেই বিয়ে সেরে ফেলেন অভিনেত্রী। অবাঙালি পাত্রের গলাতেই মালা দেন তিনি। নেটপাড়ায় ছড়িয়ে পড়ে বিয়ের সাজে স্বীকৃতির নানা ছবি। তবে নায়িকার ইনস্টাগ্রাম বা কোনও ফটোগ্রাফির পেজে তাঁদের বিয়ের ছবি দেখা যায়নি। স্বীকৃতির পাত্রের নাম রাহুল। তবে তাঁর পদবী কী? তিনি কী করেন? এবিষয়ে কোনও কিছুই বিস্তারিত জানা যাচ্ছে না। যতদূর জানা যাচ্ছে, স্বীকৃতির স্বামী অভিনয় দুনিয়ার সঙ্গে জড়িত নন। তবে এরপর থেকে স্বীকৃতি তাঁর বিয়ের খবর একেবারেই গোপনে রেখেছেন। এমনকী বিয়ের ছবি বা তারপরের কোনও ছবিও তিনি পোস্ট করেননি।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement