Advertisement

Tollywood Gossip: প্রসেনজিতের মেয়ে হয়েছিল, সেই শিশু এখন টলি নায়িকা, চিনতে পারছেন?

Tollywood Gossip: একেই বলে এভারগ্রিন নায়ক। প্রসেনজিৎকে দেখে সত্যিই মনে হয় না তাঁর বয়স ৬০ পেরিয়েছে। এখনও নায়কের ভূমিকায় চুটিয়ে অভিনয় করে চলেছেন। যে নায়িকা ছোট বয়সে প্রসেনজিৎ-এর মেয়ে সাজতো এখন সেই বড় হয়ে অভিনেতার নায়িকা হন। সেরকমই এক ঘটনার কথা শোনালেন স্বয়ং বুম্বা দা।

এই শিশু এখন টলি নায়িকাএই শিশু এখন টলি নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2025,
  • अपडेटेड 4:41 PM IST
  • ছোট বয়সে প্রসেনজিৎ-এর মেয়ে সাজতো এখন সেই বড় হয়ে অভিনেতার নায়িকা হন।

একেই বলে এভারগ্রিন নায়ক। প্রসেনজিৎকে দেখে সত্যিই মনে হয় না তাঁর বয়স ৬০ পেরিয়েছে। এখনও নায়কের ভূমিকায় চুটিয়ে অভিনয় করে চলেছেন। যে নায়িকা ছোট বয়সে প্রসেনজিৎ-এর মেয়ে সাজতো এখন সেই বড় হয়ে অভিনেতার নায়িকা হন। সেরকমই এক ঘটনার কথা শোনালেন স্বয়ং বুম্বা দা। সম্প্রতি এক মাচাতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন প্রসেনজিৎ। আর সেখানেই শ্রাবন্তীকে নিয়ে জানালেন এমনই এক কথা।

টলিপাড়ায় এমন কোনও অভিনেত্রী নেই যিনি প্রসেনজিৎ-এর সঙ্গে জুটি বাঁধেননি। সেই তালিকায় এবার নাম যোগ হল শ্রাবন্তীরও। কাবেরী অন্তর্ধানে প্রসেনজিৎ-এর বিপরীতে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। কিন্তু জানেন বহু বছর আগে শ্রাবন্তী প্রসেনজিৎ-এর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই গল্প শোনাতে গিয়েই অভিনেতা বলেন যে সেটা ৯০-এর দশক, ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘মায়ার বাঁধন’। সেখানে নায়ক প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। আজকের এই নায়িকা তখন অনেক ছোট। এরপর ২০২৩ সালে কাবেরী অন্তর্ধান-এ শ্রাবন্তী হন প্রসেনজিতের নায়িকা। 

এই জুটিকে আরও একবার দেখা যাবে দেবী চৌধুরাণী ছবিতে। যদিও এখানে তাঁরা ঠিক নায়ক-নায়িকা নন। তবে পর্দায় শ্রাবন্তীর নায়ক সাজলেও অভিনেত্রীকে মেয়ের চোখেই দেখেন বুম্বা দা। শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলেই সম্বোধন করেন তিনি। এদিন স্টেজে উঠেই বুম্বাদার পা ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী। পাল্টো তাঁকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন প্রসেনজিৎ। প্রসঙ্গত, খুব ছোট বয়স থেকেই অভিনয় করছেন শ্রাবন্তী। মায়ার বাঁধন ছবিতে যখন অভিনেত্রী অভিনয় করেন তখন তাঁর বয়স মাত্র ৯ বছর। কেরিয়ারের প্রথম ছবি মায়ার বাঁধন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী। শিশু শিল্পীরূপে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ। ১৯৯৭ সালে শ্রাবন্তী চ্যাটার্জীর প্রথম ছবি ছিল স্বপন সাহার 'মায়ার বাঁধন'। এই ছবিতে তার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিষেক চট্টোপাধ্যায়। এরপর কিশোরী বেলায় 'এক আকাশের নীচে','অন্তরালে','শুধু তোমারই জন্য' সিরিয়ালে ছোট পর্দায় অভিনয় করেন শ্রাবন্তী। জিতের বিপরীতে বড় পর্দায় 'চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয় করে বড় পর্দায় তাঁর নায়িকা রূপে আত্মপ্রকাশ। অনেক পথ পেরিয়ে সেই প্রসেনজিতের সঙ্গে কাজ করেন শ্রাবন্তী আবার। এবার দেবী চৌধুরানী-তেও একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী ও প্রসেনজিৎকে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement