
নতুন বছর আসতেই টলিপাড়ায় শুধুই বিয়ের খবর। ২৩ জানুয়ারি বিয়ে করলেন মধুমিতা সরকার ও দেবমাল্য। এদিনই বিয়ের পিঁড়িতে বসেছিলে অভিনেতা বিশ্বাবাসু। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক বাঙালি অভিনেত্রীর বিয়ের খবর সামনে এল। যদিও তিনি বেশ কয়েক বছর আগেই বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে মুম্বইতে সফলভাবে কাজ করছেন। হিন্দির জনপ্রিয় সিরিয়াল অনুপমাতে চুটিয়ে কাজ করছেন তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সকলের চেনা অদ্রিজা রায়। তবে পাত্র বাঙালি নন, দক্ষিণ ভারতীয়।
জানা গিয়েছে, অদ্রিজার প্রেমিকের নাম বিগ্নেশ আইয়ার। ২৫ জানুয়ারি বিগ্নেশের সঙ্গে বাগদান সারবেন অদ্রিজা। এই আংটি বদল সেরিমনি অদ্রিজার প্রেমিকের ফার্ম হাউসে হবে। কীভাবে অদ্রিজা ও বিগ্নেশের প্রেমপর্বের শুরু? অনুপমা খ্যাত অভিনেত্রী জানিয়েছেন যে গত বছর মে মাসে বিগ্নেশের সঙ্গে তাঁর পরিচয় হয় এক বন্ধুর পার্টিতে। এক সংবাদমাধ্যমকে অদ্রিজা জানিয়েছেন যে কথা বলতে বলতে একে-অপরের সঙ্গে যোগাযোগ বাড়ে। একে-অপরের ব্যক্তিত্ব ভাল লাগে তাঁদের। এরপরই অদ্রিজা ও বিগ্নেশের ভালোবাসা শুরু হয়।
ইনস্টাগ্রামে নিয়মিত কথাবার্তা হওয়ার পর গত বছরের জুনে তাঁরা প্রথম ডেটে যান। অদ্রিজা জানিয়েছেন যে বিগ্নেশের ব্যক্তিত্ব তাঁর খুবই ভাল লেগেছিল। দুজনেই খুব ধীরে ধীরে কথা বলেন এবং দুজনেই খুবই সাধারণ। আর তাই তাঁদের সম্পর্ক গড়ে উঠতে সময় নেয়নি। অদ্রিজা জানিয়েছেন যে তিনি সবসময়ই চেয়েছিলেন ইন্ডাস্ট্রির বাইরে কারোর সঙ্গে সম্পর্কে যেতে। অভিনেত্রীর কথায়, বিগ্নেশকে তাঁর সোলমেট মনে হয়। অদ্রিজা এও জানিয়েছেন যে তাঁরা দুজনেই পোষ্য ভালোবাসেন। যেটা দুজনকে আরও কাছাকাছি এনেছে।
অদ্রিজার প্রেমিক তাঁর ফার্ম হাউসে প্রায় ২৬০টি কুকুরের দেখভাল করেন এবং গোসেবাও করে থাকেন। সম্প্রতি অদ্রিজা ও বিগ্নেশ বাগদানের আগে বৃন্দাবনে বাঁকে বিহারি মন্দিরে গিয়ে আশার্বাদ নিয়ে এসেছেন। এই বাগদান পর্বের জন্য অদ্রিজা অনুপমা সিরিয়াল থেকে ৩ দিনের ছুটি নিয়েছেন। ২৫ জানুয়ারি আংটি বদল হলেও এখনই বিয়ে করছেন না অদ্রিজা ও বিগ্নেশ। তবে বিয়ে বাঙালি ও দক্ষিণী দুই বাড়ির রীতি মেনেই তাঁদের।। তাই তার জন্য সময় ও পরিকল্পনা দরকার। দু বছর পর তাঁরা বিয়ে করার চিন্তা-ভাবনা নিয়েছেন।