Advertisement

Tollywood Actor: ন্যাড়া মাথার এই শিশুটিকে চিনতে পারছেন? একাধিক বিয়ে-TMC MLA

Tollywood Actor: ২-৩ বছরের একটি শিশু, হাসিমুখে ছবি তুলছে, কপালে চন্দনের ফোঁটা। দ্বিতীয় ছবিটা সেই শিশুটির আরও ছোট বয়সের, ন্যাড়া মাথা, চোখে কাজল আর গলায় ফুলের মালা। এরকমই বিভিন্ন বয়সের ছবি দেওয়া হয়েছে সেই শিশুটির। যে ছবি দেখলে বোঝা যাচ্ছে এগুলো ওই শিশুটির জন্মদিনের ছবি।

চিনতে পারছেন এই অভিনেতা-বিধায়ককে?চিনতে পারছেন এই অভিনেতা-বিধায়ককে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2025,
  • अपडेटेड 3:33 PM IST
  • ২-৩ বছরের একটি শিশু, হাসিমুখে ছবি তুলছে, কপালে চন্দনের ফোঁটা।

২-৩ বছরের একটি শিশু, হাসিমুখে ছবি তুলছে, কপালে চন্দনের ফোঁটা। দ্বিতীয় ছবিটা সেই শিশুটির আরও ছোট বয়সের, ন্যাড়া মাথা, চোখে কাজল আর গলায় ফুলের মালা। এরকমই বিভিন্ন বয়সের ছবি দেওয়া হয়েছে সেই শিশুটির। যে ছবি দেখলে বোঝা যাচ্ছে এগুলো ওই শিশুটির জন্মদিনের ছবি। তবে এখন আর এই শিশু একেবারেই বাচ্চা নেই, একাধারে তিনি অভিনেতা আবার তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও। তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। বিশেষ করে এই ব্যক্তির ব্যক্তিগত জীবন দারুণ চর্চিত। গত বছরই এক কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। তৃতীয়বার বিয়ে করেছেন এবং তাঁর স্ত্রীও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। টলিপাড়ায় তাঁদের মাখো মাখো প্রেম মাঝে মধ্যেই নজরে আসে সকলের। আর আজ সেই জনপ্রিয় ব্যক্তিরই জন্মদিন। 

৫৫ বছরে পা দিলেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আর কাঞ্চনের জন্মদিনে তাঁর স্ত্রী শ্রীময়ী অভিনেতা-বিধায়কের একগুচ্ছ ছোটবেলার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। শ্রীময়ীর শেয়ার করা ছবিতে কাঞ্চনের একেবারে শিশু অবস্থা থেকে কিশোর অবস্থার ছবি দেখতে পাওয়া গিয়েছে। আর প্রত্যেকটা ছবি অভিনেতার জন্মদিনের ছবি, সেটা ভালই বোঝা যাচ্ছে। কাঞ্চনের এই ছবিগুলো শেয়ার করে শ্রীময়ী লেখেন, 'শুভ জন্মদিন আমার দুষ্টু কাঞ্চন। গোটা জীবন ধরে তুমি নিজের কথা না ভেবে অন্যদের খুশি করতে গিয়ে হাঁপিয়ে গিয়েছো, কখনও ছেলে হিসাবে, কখনও স্বামী হিসাবে, কখনও বাবা হিসাবে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার সব ইচ্ছে যেন পূরণ হয়, যেগুলো এখনও তুমি পাওনি। যে কোনও পরিস্থিতিতে আমি ও কৃষভি তোমার পাশে থাকব আর যেভাবে তোমায় ভালোবাসি সেরকমই ভালোবাসব। আমাদের সহ্য করে নিও। তোমায় ভালোবাসি মাম্মা কাঞ্চন মল্লিক।' 

প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন ভীষণভাবে চর্চিত। প্রথমে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে কাঞ্চনের বিয়ে হলেও পরে সেই বিয়ে ভেঙে যায়। এরপর অভিনেতার জীবনে আসেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন ও পিঙ্কির একটি ছেলেও রয়েছে। তবে পিঙ্কির সঙ্গেও সংসার ভেঙে যায়। তবে তার আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কাঞ্চনের। ক্লাস নাইনে পড়াকালীন শ্রীময়ীর সঙ্গে পরিচয় কাঞ্চনের। সেই পরিচয় পরে ভালোবাসায় পরিণত হয়। গত বছর জানুয়ারিতে কাঞ্চন ও পিঙ্কির ডিভোর্সের পরই শ্রীময়ীকে বিয়ে করেন অভিনেতা-বিধায়ক। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বিয়ের কিছু মাসের মাথাতেই কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে আসে কৃষভি। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কাঞ্চন-কন্যার মুখেভাত হয় ইসকনে। সেদিনই কৃষভির মুখ সকলের সামনে নিয়ে আসেন এই তারকা দম্পতি। অভিনয়ের পাশাপাশি কাঞ্চন উত্তরপাড়ার বিধায়কও। অভিনয় ও সংসার সামলে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। রক্তবীজ ২ ও আমার বস ছবিতে দেখা যাবে অভিনেতাকে।   

Read more!
Advertisement
Advertisement