
'ধুরন্ধর' ছবিটি দেখে থাকলে সকলেই 'রহমান ডাকাত' তথা অক্ষয় খান্নার রাঁধুনিকে চিনে থাকবেন। যিনি দীর্ঘদিনের পুরনো মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য বেধড়ক মার খেয়েছিলেন রণবীর সিংয়ের হাতে। এবার বাস্তবেও সেই অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দশ বছর ধরে বাড়ির পরিচারিকাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মুম্বই পুলিশ এই অভিযোগ পাওয়ার পর তাঁকে গ্রেফতার করেছে।
৪১ বছরের ওই মহিলার অভিযোগ অনুযায়ী, নাদিম খানকে ২২ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। নাদিমকে সম্প্রতি ধুরন্ধর ছবিতে দেখা গিয়েছে। ওই মহিলার অভিযোগ অনুযায়ী, তিনি একাধিক অভিনেতার বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং কয়েক বছর আগে নাদিমের সঙ্গে তাঁর পরিচয় হয়, এরপরই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই মহিলার অভিযোগ, নাদিম খান তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই প্রতিশ্রুতি দিয়েই নাদিম খান তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। কখনও পরিচারিকার বাড়ি মালওয়ানিতে আবার কখনও বা অভিনেতা ভার্সোভাতে তাঁর বাড়িতেও এই কাণ্ড ঘটিয়েছেন। গত ১০ বছর ধরে ধর্ষণ করা হয়েছে তাঁকে বলে অভিযোগ করেন পরিচারিকা।
এরপর ওই মহিলা তাঁকে বিয়ে করার জন্য বললে অভিনেতা তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপরই ওই মহিলা ভার্সোভা পুলিশ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তবে যেহেতু প্রথমবার এই অপরাধ মালওয়ানি এলাকায় পরিচারিকার বাড়িতে হয়েছে, তাই ভার্সোভা পুলিশ তা স্থানান্তর করে মালওয়ানি থানাতে। ভয় দেখিয়ে জোর করে সহবাসের অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন খতিয়ে দেখছে, এর আগে অভিনেতার বিরুদ্ধে একই ধরনের কোনও অভিযোগ দায়ের করা হয়েছিল কি না।
প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ ছাড়াও নাদিমকে ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যায় লড়েগা’ (২০২৪) ছবিগুলিতে দেখা গিয়েছে। পর্দার পাশাপাশি তিনি মঞ্চেরও চেনামুখ।