Advertisement

Tollywood Actress: হলুদ ফ্রক পরা দুই শিশুর একজন টলিপাড়ার নায়িকা, হাসিতেই চিনবেন

Tollywood Actress: ছোটবেলার ছবি দিয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরতে ভালোবাসেন টলিপাড়ার অনেক তারকাই। তাঁদের ভক্ত-দর্শকেরাও তারকাদের শৈশব দেখতে ভীষণ ভালোবাসেন। সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন টলিউডের এই অভিনেত্রী। তাঁকে মাঝে মাঝেই শৈশবের দিনের ছবি শেয়ার করতে দেখা যায়।

দুই শিশুর মধ্যে একজন টলিউডের নায়িকাদুই শিশুর মধ্যে একজন টলিউডের নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 12:55 PM IST
  • সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন টলিউডের এই অভিনেত্রী।

ছোটবেলার ছবি দিয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরতে ভালোবাসেন টলিপাড়ার অনেক তারকাই। তাঁদের ভক্ত-দর্শকেরাও তারকাদের শৈশব দেখতে ভীষণ ভালোবাসেন। সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন টলিউডের এই অভিনেত্রী। তাঁকে মাঝে মাঝেই শৈশবের দিনের ছবি শেয়ার করতে দেখা যায়। শেয়ার করা ওই ছবিতে দেখা গিয়েছে, চাইনিজ কাট চুলের একটি ৪-৫ বছরের শিশু দাঁড়িয়ে। মাথায় ফুলের মালা, হলুদ রঙের প্রিন্টেড ফ্রক, কপালে ছোট্ট কালো টিপ আর মুখে সেই চেনা হাসি। শিশুটি তার বোনের হাত ধরে রয়েছে, যিনি একই ধরনের ড্রেস ও পোশাক পরেছেন। ছবিটি এক ঝলক দেখলে আর হাসিটা দেখার পর সকলেই বলে দেবেন এটা টিনসেল টাউনের কোন অভিনেত্রীর ছবি। 

ছোট্ট এই শিশু এখন একেবারেই ছোটটি নেই। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি ঠোঁটকাটা নায়িকা বলেই পরিচিত। তাঁকে নিয়ে বিতর্ক কম নেই। তবে জীবনকে নিজের মতো করে চালাতেই ভালোবাসেন। তাঁর অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। টলিউড ও বলিউড দুই ক্ষেত্রেই সমানভাবে কাজ করেছেন এই অভিনেত্রী। একাধিক সম্পর্কে অতীতে যুক্ত থাকলেও এখন আপাতত সিঙ্গল লাইফ কাটাচ্ছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে। হলুদ ফ্রক পরা এই অভিনেত্রী আসলে স্বস্তিকা মুখোপাধ্যায়। বোন অজপা মুখোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য স্বস্তিকা তাঁদের ছোটবেলার এই ছবি শেয়ার করেছেন। 

ছোটবেলার এই ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, শুভ জন্মদিন বোনু। তোমার আচরণে যে ফচকেটা রয়েছে, সেটাই থেকো। আমি তোমায় খুব খুব ভালোবাসি। সারাজীবন ভালোবাসব। সন্তু মুখোপাধ্যায় ও গোপা মুখোপাধ্যায়ের বড়মেয়ে স্বস্তিকা ও ছোটমেয়ে অজপা। তাঁদের দুই বোনের মধ্যে বয়সের ফারাক খুব বেশি নয়। অজপা বিবাহিত এবং একটি ছেলে আছে তাঁর। স্বস্তিকার মেয়ে অন্বেষা তাঁর মাসির সঙ্গে দারুণ সদ্ভাব। প্রায়ই স্বস্তিকা ও অজপাকে একসঙ্গে দেখা যায় এদিক-ওদিক যেতে। 

স্বস্তিকা অভিনয় পেশায় এলেও অজপা সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত নন। তবে তিনি ক্যামেরার পিছনে কাজ করেছেন বহু বছর। একটি বিনোদনমূলক চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন অজপা। এরপর নিজের গ্রুমিং ক্লাস শুরু করেছেন তিনি। ওয়ার্ল্ড ফ্যাশন ডে-তে অজপার স্টাইলে সেজে উঠেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement