Advertisement

Bengali Serial Update: ৬ মাসেই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল, হয়ে গেল শেষ শ্যুটিংও

সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশনও তাদের আদল বদলে ফেলেছে। এমন সময়ও গিয়েছে, যেখানে এক-একটা সিরিয়াল শেষ হতে ৫ বছরও সময় লেগেছে। কিন্তু এখন আর সেই যুগ নেই। ইদানিং খুব কম সময়ের মধ্যেই সিরিয়াল শেষ হওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই সেই সিরিয়াল শেষ হচ্ছে।

বন্ধ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়ালবন্ধ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 10:50 AM IST
  • ইদানিং খুব কম সময়ের মধ্যেই সিরিয়াল শেষ হওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে।

সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশনও তাদের আদল বদলে ফেলেছে। এমন সময়ও গিয়েছে, যেখানে এক-একটা সিরিয়াল শেষ হতে ৫ বছরও সময় লেগেছে। কিন্তু এখন আর সেই যুগ নেই। ইদানিং খুব কম সময়ের মধ্যেই সিরিয়াল শেষ হওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই সেই সিরিয়াল শেষ হচ্ছে। একবছরও টানতে পারছে না ধারাবাহিকগুলি। তিন থেকে ছয় মাসের মধ্যেই সব সিরিয়াল শেষ করে দিতে হচ্ছে। এবার বন্ধ হওয়ার পালা স্টার জলসার রাজরাজেশ্বরী রাণী ভবানী। সম্প্রতি এই সিরিয়ালের শেষ শ্যুটিংও হয়ে গেল। 

ছবি সৌজন্যে: ফেসবুক

এই সিরিয়ালের হাত ধরেই গত বছর টেলিভিশনে পা রেখেছিলেন রাজনন্দিনী পাল। তাঁর রাণী ভবানী রূপে প্রথম লুকস সামনে আসতেই বেশ হইচই পড়ে গিয়েছিল। রাজনন্দিনীকে একেবারে রাণীর মতোই দেখতে লাগছিল। দর্শকদের অফুরন্ত ভালোবাসাও পাচ্ছিলেন রাজনন্দিনী। কিন্তু এত তাড়াতাড়ি যে এই সিরিয়াল শেষ হবে, তা কেউই ভাবেননি। স্বাভাবিকভাবেই মন খারাপ রাণী ভবানী তথা রাজনন্দিনীর। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ধারাবাহিকে কোনও চরিত্র আত্মস্থ করতে অনেকটা সময় লেগে যায়। আমার তো খুব মনখারাপ হচ্ছে। আমাদের ধারাবাহিকের টিআরপি প্রথম দিকে খুব ভাল ছিল।

ছবি সৌজন্যে: ফেসবুক

কিছুদিন আগেই এই ধারাবাহিকের স্লটও পরিবর্তন করা হয়েছিল। যা নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছিল। প্রথমদিকে এই সিরিয়ালের টিআরপি ভাল জায়গায় থাকলেও পরে তার অবনতি হয়। তবে প্রথম দশের মধ্যেই থাকত রাণী ভবানী ধারাবাহিকটি। মাত্র ছয় মাসের মাথাতেই শেষ হচ্ছে ধারাবাহিকের পথ চলা। বৃহস্পতিবার এই সিরিয়ালের শেষ শ্যুটিং হয়। তবে কবে শেষ সম্প্রচার হবে, তা নিয়ে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকের প্রথম পর্বের সম্প্রচারের পর থেকেই তা বেশ সাড়া ফেলেছিল। প্রথম পর্বে তুলে ধরা হয়েছিল রানি ভবানীর জন্ম, তাঁর বেড়ে ওঠা, তাঁর অস্ত্র শিক্ষা এসব। উঠে এসেছিল নাটোর রাজ পরিবারের অন্দরের ছবিও। রাজপরিবারের ভিতরের ষড়যন্ত্র, ও নানা ঘটনা।

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

ইন্দ্রাণী-কন্যা রাজনিন্দিনী পালের অভিনয় জীবনের প্রথম ধারাবাহিক। অন্যান্য মাধ্যমে অভিনয় করলেও টেলিপর্দায় এটিই ছিল তাঁর প্রথম যাত্রা। পর্দায় সায়ন বসুর বিপরীতে দেখা গিয়েছিল রাজনন্দিনীকে। রাজনন্দিনী ও সায়ন ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানসী সেনগুপ্ত, অরিজিতা মুখোপাধ্যায়, রাজদীপ গুপ্ত প্রমুখ। 

    

Read more!
Advertisement
Advertisement